নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ কলকাতা কলাকুশলীর ২য় নাট্য কর্মশালা গত ২৪ শে এপ্রিল ২০২৩ আয়োজিত হয়েছিল। দক্ষিণ কলকাতা কলাকুশলী নাট্য সংস্থা নাট্য কর্মশালার আয়োজন করেছিল তপন থিয়েটারে । সংস্থার সদস্য সদস্যা আমন্ত্রিত নাট্যকর্মী সহ মোট ৩০ জন এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন। কর্মশালার বিষয় ছিল বিজ্ঞানভিত্তিক নাট্য শিক্ষা (Acting pedagogy)। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপেন মুখার্জী কে প্রশিক্ষকের দায়িত্ব পালনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এই ২য় নাট্য কর্মশালায় । প্রশিক্ষককে সংবর্ধনা জ্ঞাপনের পর সংস্থার সভাপতি ড: সৌরভ চন্দ্র তার সংক্ষিপ্ত ভাষণে এই নাট্য কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং বিজ্ঞান ভিত্তিক নাট্য শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করেন ।
নাট্য কর্মশালার প্রথম পর্বে নাট্য প্রশিক্ষক দীপেন মুখার্জী নাটকের উৎপত্তি , প্রসার ও প্রয়োগ রীতি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেন । বিদেশী ও ভারতীয় নাটকের প্রয়োগরীতির পার্থক্য ও পরবর্তী যুগে তার মেলবন্ধন নিয়ে চর্চা করেন ও অভিনয় রীতি ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেন। দ্বিতীয় পর্বে নাটকের অভিনয় অনুশীলন, ছোট ঘটনা মুখাভিনয়ের মাধ্যমে প্রকাশ ও গল্প থেকে নাট্য রূপান্তরের শিক্ষা প্রদান করেন ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ।
দ্বিতীয় পর্বের শেষে সংস্থার সহ – সভাপতি তাপসী কুমার ও সম্পাদক সুদর্শন দাস প্রশিক্ষকের হাতে সংস্থার তরফ থেকে স্মারক প্রদান করেন ও পরে সংস্থার অর্থ সম্পাদক নীলাঞ্জন পাল ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন । সংস্থার নির্দেশক রাজশ্রী পরে আমাদের উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিনয়ে উৎকর্ষতা আনতে এই কর্মশালা বিশেষ গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নাট্যকর্মীদের নিয়ে নয় – ভবিষ্যতে নাট্যশিল্পের প্রসারের জন্য বিভিন্ন স্কুলে এই কর্মশালা আয়োজন করবে তাদের দল ।
Be First to Comment