নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ নভেম্বর ২০২৪: ভারতের অন্যতম আধুনিক মলের মধ্যে জনপ্রিয় অ্যাক্রোপলিস মল ধুমধাম করে পালন করল শিশুদিবস। দুই দিন ব্যাপী শহরের কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠিত হয় কিডসোপলিস ৩.০ নামক এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা, ক্যুইজ এবং নৃত্য প্রতিযোগিতা। এছাড়া কচিকাচাদের নিয়ে ছিল গল্পের আসর। কিডসোপলিসের এই মজার অনুষ্ঠানে ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।
এই অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছিল গ্রুপ এ এবং গ্রুপ বি। বিষয় ছিল “প্লাস্টিক বর্জ্যের মধ্য দিয়ে বেড়ে ওঠা একটি গাছ” এবং দূষণের সাথে খাপ খাইয়ে নেওয়া প্রানী জগত। গ্রুপ এ বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন রজদীপ ব্যানার্জি দ্বিতীয় রূপসা বোগি, তৃতীয় শ্রুতিক পাল। গ্রুপ বি বিভাগে, প্রথম পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন শুভেচ্ছা সরকার, দ্বিতীয় আতিথ্য সাহা এবং তৃতীয় তমোহা প্রমাণিক। এছাড়া কুইজ প্রতিযোগিতায়ও শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রথম পুরস্কার পেয়েছে অতিথ্য সাহা, দ্বিতীয় স্পন্দন ভাদুড়ি এবং তৃতীয় হয়েছেন আদিত্য কুমার মিশ্র। নৃত্য প্রতিযোগিতায় ক্লাসিক্যাল এবং কনটেম্পোরারি বিভাগে ভিড় জমেছিল কচিকাচাদের। তাদের মধ্যে ক্লাসিক্যাল বিভাগে প্রথম পুরস্কার পেয়ে বিজয়ী হয় অদৃশ্যি হরি, দ্বিতীয় শ্রীঞ্জনী দাস এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন, পৌষালী বসু। অন্যদিকে কনটেম্পোরারি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সুকৃতি নস্কর, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নিশা সর্দার ও তৃতীয় প্রিয়ংশী দে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিখ্যাত চিত্রশিল্পী শ্রীমতি এলিনা বনিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই শিশু দিবসের কিডসোপলিশ ৩.০ প্রসঙ্গে মারলিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার – হসপিটালিটি এবং মল, শ্রী শুভদীপ বসু বলেন, “আমরা অ্যাক্রোপলিস মলে শিশুদের জন্য এই দুই দিনব্যাপী কার্নিভাল আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানে তাদের শিল্পের মাধ্যমে নিজেদের কে প্রকাশ করেছে। নাচ থেকে শুরু করে ক্যুইজ এবং তাদের কল্পনাকে পেইন্টিং এর মাধ্যমে প্রকাশ করেছে। এমন কার্যকলাপ শিশুদের ভার্চুয়াল জগত থেকে দূরে রাখতে অনেকতাই ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য ছিল শিশু এবং তাদের অভিভাবকদের জন্য অন্যরকম অভিজ্ঞতা তুলে ধরা। আমরা আগামী বছর আরও আকর্ষণীয় কার্যক্রম নিয়ে কিডসোপলিস আয়োজন করার আশায় রয়েছি।”
শ্রীমতি এলিনা বনিক বলেন, “অ্যাক্রোপলিস মল শিশু এবং তাদের অভিভাবকদের এক আনন্দময় রবিবার উপহার দিয়েছে, যেখানে চিত্রাঙ্কন, নৃত্য এবং কুইজের মতো আকর্ষণীয় কার্যকলাপ ছিল। এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ, যা শিশুদের সৃজনশীল এবং উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহিত করেছে।”
দক্ষিণ কলকাতায় অ্যাক্রোপলিস মলে শিশু দিবস উপলক্ষে কিডসোপলিস ৩.০ কার্নিভাল….।

More from GeneralMore posts in General »
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
- বাংলা নববর্ষের দিন ইস্টবেঙ্গল ক্লাবে বারপুজো….।
- অন্ধ শিশু ও বৃদ্ধদের পাশে আইইএম-ইউইএম এবং লায়নস্ ক্লাব অফ কলকাতা….।
Be First to Comment