নিজস্ব প্রতিনিধি : হুগলি, ২৫ আগস্ট, ২০২৪.। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চ্যরিটেবল ডিসপেনসারি দ্বারা একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার দিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে। শংকর জ্যোতি আই ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় শতাধিক গরিব দুঃস্থ পরিবারকে চক্ষু পরীক্ষা ও তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ও সাধারণ বিভাগ, ফিজিওথেরাপি , গাইনোকোলজি ও নানান ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে প্রত্যেকটি রোগীকে তাদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সংঘের সহ-সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই জানান এই ধরনের মেডিকেল ক্যাম্প বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে আমরা প্রায়ই করে থাকি এবং আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে যেটা এস বি আই লাইফ ইনসিওরেন্স কোম্পানি থেকে আমরা পেয়েছি সেই ভ্রাম্যমান গাড়িতেই আমরা এই সেবা কার্য করে থাকি। আগামী দিনে এই ধরনের ক্যাম্প আমরা আরো করব যদি বিভিন্ন সহযোগিতা আমাদের কাছে আসে, শীব জ্ঞানে জীব সেবায় আমাদের ধর্ম সেটাকে মাথায় রেখে এই কাজ আমরা করে থাকি। আজকের এই ক্যাম্পে ব্যাপক সাড়া পাওয়া যায় চিকিৎসা ব্যবস্থার বর্তমানে বহু রুগী অসুস্থ হয়ে পড়ায় এই মেডিকেল ক্যাম্পটি ভীষণভাবে গ্রামে সারা পেয়েছে।
তথ্য ও ছবি সুবল সাহা
Be First to Comment