নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ জানুয়ারি ২০২৪।দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদাঠাকুর মহোদয়ের ১০৩ তম সিদ্ধোৎ ও ৫৭ তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮ হাজার নরনারায়ণের মধ্যে ৩ হাজার কম্বল ও ৫০০০ বস্ত্র বিতরণ উৎসব পালন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি ব্রহ্মচারী রিতেন ভাই, সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, যুগ্ম সম্পাদক বিজন বিহারী সরকার, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন, শ্রী তপন মুখোপাধ্যায়, বিধানসভার স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, এমডি জিৎ চ্যারিটেবল সোসাইটির জানব বাবর আলী বিশ্বাস, ব্যারাকপুরের এসডিও শ্রী সৌরভ বারিক, কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শ্রী শোভন চট্টোপাধ্যায়, আলআমিন কলেজের প্রফেসর বৈশাখী ব্যানার্জি, কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান শ্রী গোপাল সাহা, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি মিঠু বোস সহ বিশিষ্ট অতিথিগন।
বিমান বাবু বলেন “আমি এই ধরনের কাজ এর সাথে যুক্ত হতে খুবই ভালোবাসি। এবং আদ্যাপীঠ মন্দিরে পুজোর সঙ্গে এরকম সেবামূলক কাজে যোগদানের জন্য প্রতিবছর আমি এখানে ছুটে আসি। “আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্ট্রি ব্রহ্মচারী মুরাল ভাই বলেন ” আদ্যাপীঠ বিশ্ব ভাতৃত্বের মেলবন্ধনের স্থান। ভবিষ্যতে আরো অনেককে যেন এইভাবেই সেবা করতে পারি সেই প্রার্থনা করি আদ্যামায়ের কাছে।
তথ্য সহায়তা ও ছবি সুবল সাহা।
Be First to Comment