অশোক ব্যানার্জী :::–
আজ ১লা জানুয়ারি,
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব
পূর্ণ ভাবময়ে
হয়ে ছিলেন কল্পতরু
চৈতন্য বিলায়ে।
“তোমাদের চৈতন্য হোক”
এই ছিল বাণী,
এ যেন এক মহামন্ত্র
জেগে ওঠার, জানি ।
চেতনা হোক সবার
গভীর মনে প্রাণে
চেতনাই জীবনে
মহানুভবতা আনে।
চেতনাই প্রকৃত জ্ঞান
পঞ্চ প্রাণের সার
চেতনাই ঈশ্বর লাভের
মন্ত্রের সারাংসার!
শিবময় শ্রীরামকৃষ্ণ
মহা ভাব লয়ে
চৈতন্য বিলান তিনি
কল্পতরু হয়ে।
Be First to Comment