সায়ন দেবনাথ : কলকাতা, ১৮ ডিসেম্বর ২০২১। “তোকে পাবো বলে”, আসছে শীতের মরসুমে নতুন প্রেমের গান ও তার জমজমাট মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন নবনীতাা। নবনীতা ডেনমার্কের প্রবাসী বাঙালি এবং DENMARK’S GOT TALENT এর সেমি ফাইনালিস্ট। সে দেশের একজন জনপ্রিয় ভারতীয় সংগীত শিল্পী তিনি। গানটির গীতিকার এবং সুরকার প্রাঞ্জল, যিনি টলিউডের বহু সিনেমার গান লিখেছেন এবং সম্প্রতি “বুড়ো সাধু” ছায়াছবির সংগীত পরিচালক ছিলেন এবং টেলিভিশনের বেশ কিছু ধারাবাহিকেও সংগীত পরিচালনা করেছেন যেমন “ও গো নিরুপমা”, “রিমলি”, “মন ফাগুন “ ও সম্প্রতি “ গাঁটছড়া”।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জয়দীপ ব্যানার্জি যিনি klick এর জনপ্রিয় সিরিজ chickflick এবং সম্প্রতি মুক্তি পাওয়া Chickflick 2 এর পরিচালক এবং এ ছাড়াও বহু জনপ্রিয় ওয়েব সিরিজ এর লেখক ও তিনি। মুখ্য চরিত্রে আছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ঐশ্বর্য সেন এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ওরফে নীল। মিউজিক ভিডিওটির প্রযোজনায় নবনীতা ও মিল্কি ওয়ে ফিল্মস।
Be First to Comment