প্রদীপ কুমার ভট্টাচার্য : কলকাতা।
হে গুরুদেব তুমি আদিশ্বর
প্রভাতের প্রথম সূর্য্যশিখা
শুকতারা জানি।
সায়াহ্নে আতপ দানি আলোকের প্রতাপ জানি
সন্ধ্যাবেলায় ধ্রুবতারা আঁধারে পথসাথী জানি ।
সুখ দুঃখ সত্য মিথ্যা আনন্দ নিরানন্দ,
তুমি সকল বিবেকের আঁধার
তোমায় চরণ স্পর্শ করি দেখিয়াছি মুক্তি
মানবতা সেবার কর্ম জীবন দিয়েছ খুলি
পীড়িত জনে বক্ষে টান দলিত জনে ভালোবাসা
কোন প্রচার নয় মানব জমিনে
কিছু আশা।
গুরু কৃপালাভে আমি ধন্য
সার্থক জনম আমার গুরুর বাণী,
হৃদয় মন্দিরে তুমি আছ অমর কাহিনী।
তুমি ভক্তি তুমি মুক্তি
তোমায় জানা ঈশ্বর চেতনা
Be First to Comment