অসীম ঘোষ : কলকাতা, ১৩ জুন, ২০২৪।
প্রেম তুমি কার??
প্রেম তুমি কার,,,,
তুমি কি আমার, নাকি তার।
তুমি কি কলংকিত, নাকি অবগুণ্ঠিত
তুমি কি প্রেরণা, নাকি অবচেতনা
তুমি বিশ্বাসে, নাকি অবিশ্বাসে
অথবা,,,,তুমি স্পর্শে বা বিরহে।
তুমি কি চোখের জলে
নাকি বাঁশির সুরে,
অন্তরের গহন কোনে
নাকি চরম ঘৃণায়।
তুমি কল্পনায়, অন্তরের ভাবনায়
চাঁদের জোছনায়, ফুলের সৌরভে।
বিরহের সবটুকু জুরে আছ তুমি
আবার সুখের পরতে পরতে
তোমার ছোঁয়া,,,,,
তুমি একাকিত্বের, নাকি দুজনার
তুমি কি আমার, নাকি কার !
তুমি কি স্পর্শের শারীরিক মিলনে
নাকি তুমি অন্তরে আত্ত্বিক কারণে।
তুমি রামের, সীতার নাকি রাবণের
নাকি তুমি রাধা কৃষ্ণের যুগলের মিলনের।
তুমি কান্নার বিষন্ন আঁধারের
আবার তুমি অসীম আনন্দে উচ্ছাসে,
বাঁধভাঙা নিশ্বাসে,,,,,
তুমি কৈশোরে, যৌবনে, বার্ধক্যে
তুমি ইহলোকে, তুমিই পরলোকে
অপুর্ণ,,,,,অপরিমিত,,,,,অতৃপ্ত।
Be First to Comment