ইন্দ্রজিৎ আইচ : ৭ এপ্রিল, ২০২২। গত মার্চ মাসের ২৯ থেকে ৩১ পর্যন্ত কাঁচরাপাড়া ফিনিক নাট্য সংস্থার আয়োজনে প্রয়াত সৌমিত্র মুখার্জী স্মরণে সপ্তম বর্ষ মিলন নাট্য উৎসব বিপুল দর্শক সমাগমে স্থানীয় কাজী নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হলো। সংস্থার সভাপতি যমুনা কান্ত চক্রবর্তী উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিনদিন ধরে ফিনিকের সদস্য- সদস্যাদের সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। প্রথমদিনে গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশীষ বন্দোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং পরবর্তী দিনগুলিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শান্তনু মজুমদার , সঞ্জয় সেনগুপ্ত, দুলাল চক্রবর্তী, ড: অপূর্ব দে এবং প্রদীপ্ত ভট্টাচার্যকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। তিন দিনে মোট সাতটি নাটক যথাক্রমে – গোবরডাঙ্গা রূপান্তরের *যুদ্ধ*, ডানলপ চোখের *রাহুগ্রাস* , আঁতপুর জাগৃতির *অথ ভগবতী কথা* , রানিকুঠি জীয়নকাঠির *আশ্চর্য বসন্ত* , বীরনগর মালঞ্চ নাট্যগোষ্ঠীর *আমরা মানুষ* , এবং- বরানগরের *অন্ধ গলির রাজা*, চন্দননগর রঙ্গ পিঠের *পাসপোর্ট* মঞ্চায়িত হয়। প্রত্যেকটি নাটক দর্শকদের প্রশংসা ধন্য হয় । শেষদিনে ফিনিক এর সভাপতি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। সব মিলিয়ে শেষ হলো
কাঁচরাপাড়া ফিনিকের এই তিনদিনের নাট্য উৎসব।
তিনদিনের কাঁচরাপাড়া ফিনিকের সপ্তম বর্ষ মিলন নাট্যোৎসব – ২০২২..।

More from CultureMore posts in Culture »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
More from EntertainmentMore posts in Entertainment »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- সপ্তপদী নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- গিরিশ চন্দ্র ঘোষের ঘনিষ্ঠ বন্ধু মতিলাল রায় রামকৃষ্ণ পরমহংসদেবের আর্শীবাদ লাভ করেন….।
- হাওড়ায় রুটি আর গোলাপ আয়োজিত ভোরাই উৎসব-২৪…..।
Be First to Comment