ইন্দ্রজিৎ আইচ : ৭ এপ্রিল, ২০২২। গত মার্চ মাসের ২৯ থেকে ৩১ পর্যন্ত কাঁচরাপাড়া ফিনিক নাট্য সংস্থার আয়োজনে প্রয়াত সৌমিত্র মুখার্জী স্মরণে সপ্তম বর্ষ মিলন নাট্য উৎসব বিপুল দর্শক সমাগমে স্থানীয় কাজী নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হলো। সংস্থার সভাপতি যমুনা কান্ত চক্রবর্তী উদ্বোধনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিনদিন ধরে ফিনিকের সদস্য- সদস্যাদের সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। প্রথমদিনে গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশীষ বন্দোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং পরবর্তী দিনগুলিতে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শান্তনু মজুমদার , সঞ্জয় সেনগুপ্ত, দুলাল চক্রবর্তী, ড: অপূর্ব দে এবং প্রদীপ্ত ভট্টাচার্যকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়। তিন দিনে মোট সাতটি নাটক যথাক্রমে – গোবরডাঙ্গা রূপান্তরের *যুদ্ধ*, ডানলপ চোখের *রাহুগ্রাস* , আঁতপুর জাগৃতির *অথ ভগবতী কথা* , রানিকুঠি জীয়নকাঠির *আশ্চর্য বসন্ত* , বীরনগর মালঞ্চ নাট্যগোষ্ঠীর *আমরা মানুষ* , এবং- বরানগরের *অন্ধ গলির রাজা*, চন্দননগর রঙ্গ পিঠের *পাসপোর্ট* মঞ্চায়িত হয়। প্রত্যেকটি নাটক দর্শকদের প্রশংসা ধন্য হয় । শেষদিনে ফিনিক এর সভাপতি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন। সব মিলিয়ে শেষ হলো
কাঁচরাপাড়া ফিনিকের এই তিনদিনের নাট্য উৎসব।























Be First to Comment