শিখা দেব : কলকাতা, ২৫ আগস্ট ২০২৩। ডুরান্ড কাপ ফুটবলের সেমি ফাইনালে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল গোকুলাম কেরলকে হারিয়ে। লাল হলুদ ব্রিগেড জিতল ২-১ গোলের ব্যবধানে। খেলার শুরু থেকে আক্রমণে ঝড় তুলতে থাকে ইস্টবেঙ্গল। সেন্টার হওয়ার সঙ্গে সঙ্গে কর্নার পায় লাল হলুদ ব্রিগেড। কর্নার থেকে বল চলে আসে জর্ডন এলসের কাছে। এলসের দুরন্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন । পাল্টা আক্রমণ গড়ে তুলে প্রথম পর্বে সমতা ফেরাতে পারে নি গোকুলাম।
খেলার দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই গোকুলাম জোর আক্রমণ শানালে ৫৭ মিনিটে বউমা গোল করে সমতা ফেরান। আবার কৌশল করে আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষ দলকে চাপে রাখে লাল হলুদ ব্রিগেড। চকিত আক্রমণ গড়ে তোলে ইস্টবেঙ্গল। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে বউমা নিজেদের গোলের জালে বল জড়িয়ে দেন। এই গোলের সুবাদে ইস্টবেঙ্গল ২-১ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে।
ডুরান্ড কাপ ফুটবলের সেমি ফাইনালে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল….

More from InternationalMore posts in International »
- জোকার আবাসনে জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর….।
- ব্যাসদেব ও মহাভারত….. যা নেই ভারতে তাই আছে মহাভারতে….।
- ডেম্পো রুখে দিল মোহনবাগানকে ইস্টবেঙ্গল জিতল চার গোলে….।
- নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালে’র জন্মদিন….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- ফিলিক্স স্কুল অফ এডুকেশনের মতো বাংলা তথা ভারতের ফুটবলের ক্ষুদে প্রতিভাদের পূর্ণতা দেওয়াই ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান লক্ষ্য….।
More from SportMore posts in Sport »
- ডেম্পো রুখে দিল মোহনবাগানকে ইস্টবেঙ্গল জিতল চার গোলে….।
- ফিলিক্স স্কুল অফ এডুকেশনের মতো বাংলা তথা ভারতের ফুটবলের ক্ষুদে প্রতিভাদের পূর্ণতা দেওয়াই ইস্টবেঙ্গল ক্লাবের প্রধান লক্ষ্য….।
- বিএসএফের ৪৮তম আন্তঃসীমান্ত ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর জমকালো সমাপনী অনুষ্ঠান…।
- মোহনবাগান হেরে গেল আহালের কাছে…।
- সৌরভ আবার সিএবি’র মসনদে….।
- শুরু হলো স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল…।











Be First to Comment