সায়ন দেবনাথ : কলকাতা, ২ অক্টোবর ২০২২। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়ে ২০২২ এর দুর্গা পুজো যেন এবারে অতিরিক্ত মাত্রা পেয়েছে। এই দুর্গাপুজোয় নানা সংস্থা পুজোর মন্ডপ প্রতিমা আলোকসজ্জা ও থিম ভিত্তিক নানান পুরস্কার প্রদান করে থাকে পুজো কমিটিগুলোকে। তার মধ্যে অন্যতম ডিজিটাল নিউজ চ্যানেল SS News1 ওয়েব তাদের পক্ষ থেকে উত্তর কলকাতা, শহরতলী বরানগর, দমদম এয়ারপোর্ট ,নিমতা ,কামারহাটি , সোদপুর সহ নানা পুজো মণ্ডপের পরিক্রমা হয়। প্রায় ২৫ টি পুজো মন্ডপ পরিত্রমা করে পুজো মণ্ডপ গুলিকে বঙ্গদিশারী শারদ সম্মান ২০২২ এ ভূষিত করা হয়।
এর মধ্যে কিছু বিশেষ উল্লেখযোগ্য পুজো কমিটি ছিল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, নিমতা ছাত্র সমাজ ,পূর্বাশা যতীন দাস নগর বেলঘড়িয়া মহুয়া নীলগঞ্জ রোড ,সোদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ‘বন্ধুদল স্পোর্টিং ক্লাব, ন – পাড়া দাদা ভাই সংঘ, বরানগর লোল্যান্ড, কালা কাড় পাড়া সার্বজনীন , রাইফেল রেঞ্জ রোড বেলঘড়িয়া, বরানগর ছাত্রসমাজ , বরানগর মল্লিক কলোনি সার্বজনীন , আড়িয়াদহ হাজরা বাড়ি, উত্তর পল্লীবাসী বৃন্দ, গীতাঞ্জলি পার্ক আবাসিক পল্লীবাসী বৃন্দ , হিন্দুস্থান ভলেন্টিয়ার্স ও পিয়ারলেস নগর আবাসিক অধিবাসী কমিটি , দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া, দক্ষিণেশ্বর অধিবাসীবৃন্দ। বিশিষ্ট বিচারক মন্ডলী আর অতিথিদের মধ্যে ছিলেন ব্রহ্মচারী বিবেক ভাই ‘বিশিষ্ট আইনজীবী বৈদুর্য ঘোষাল ,বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রভাস চৌধুরী ,বিশিষ্ট শিল্পী ও পরিচালক আর্য বসু, চলচ্চিত্রশিল্পী তরুণ হাজরা, চিত্র পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী, উপস্থাপিকা এবং বাচিক শিল্পী বৈশালী বসু উপস্থাপিকা অন্তরা দাশগুপ্ত বিশিষ্ট সমাজসেবী কল্লোল কান্তি সাহা (জয় মা তারাশ্রীতা ভক্তবৃন্দের সভাপতি ) শ্রী কন্ঠী, মডেল ও মেকআপ আর্টিস্ট পত্রালী ব্যানার্জি ‘বিশিষ্ট গায়িকা সঞ্চারী ব্যানার্জি ও অন্যান্য অতিথি বর্গ।
সমস্ত পুজো কমিটি বন্ধ দিশারী ২০২২ শারদ সম্মান প্রাপ্তির পর উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাদের সকলের তরফ থেকে আন্তরিক ভালবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় SS News1 ওয়েব কে। সংবাদমাধ্যম বাংলার খবরা- খবর মিডিয়া পার্টনার ও পুরস্কার দেওয়ার অংশীদার হয়। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে উপদেষ্টা মন্ডলের সদস্য দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এর সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই ও বাংলার খবরা খবর মিডিয়ার সম্পাদক মোল্লা জসিম উদ্দিন। SS News1 ওয়েব চ্যানেলের সম্পাদক সুবল সাহা সকলের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী বছরের পরিক্রমা আরো সুন্দর হবে বলে আশা করেন।
Be First to Comment