Press "Enter" to skip to content

ডিজিটাল প্রযুক্তি দিয়ে নাটক এখন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় টাইমস্ অফ থিয়েটারের অ্যাপ উদ্বোধন করলেন শমীক বন্দ্যোপাধ্যায়….।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ১০ মে ২০২২। নাটকের পালে বাতাস দিতে ডিজিটাল মাধ্যমকে অবলম্বন করার কথা ভাবা হচ্ছে নতুন করে। সেরকমই এক প্রচেষ্টা টাইমস অফ থিয়েটার। সংক্ষেপে বলা হচ্ছে টট রেডিও অ্যাপ। নাট্যপ্রেমী মানুষের কাছে নাটকে সহজলভ্য ভাবে পৌঁছে দিতে হাতের স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে বিনামূল্যে। রেডিওর অতীতের দিনগুলির মত নির্দিষ্ট সময়ে পরিবেশিত হবে নাটক, নাটকের গান, নাটকের খবর ও নাটক নিয়ে আলোচনা। ভাষা আপাতত বাংলা , হিন্দি ও ইংরেজি। অ্যাপের দৌলতে যখন খুশি দেখতে ও শুনতে পাওয়ার স্বাধীনতা নাট্যপ্রেমীদের হাতের মুঠোয়। শ্রোতা যদি অংশগ্রহণ করতে চান, তাঁরা তাঁদের কাজের কিছু নিদর্শন পাঠিয়ে দিতে পারেন টট এর ঠিকানায়। আপনার পাঠানো বিষয়সূচি কর্তৃপক্ষের পছন্দ হলে অডিশনের মধ্য দিয়ে আপনার ইচ্ছা আপনি পূরণ করতেই পারেন। এই সংস্থার নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠান রেকর্ড করা হবে।

সমগ্র পরিকল্পনাটি বাস্তবে রূপ দিতে প্রযুক্তি কুশলীদের পরামর্শ দিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তালিকায় আছেন_ বিপ্লব দাশগুপ্ত, শমীক বন্দোপাধ্যায়, সৌমিত্র বসু, জগন্নাথ বসু,উর্মিমালা বসু, অংশুমান ভৌমিক, প্রদীপ মিত্র, সঞ্চয়িতা ভট্টাচার্য এবং মুরারী রায়চৌধুরী। এই সংগঠন জানাচ্ছে এরই মধ্যে গত বছর পুজোয় কানেকানে শীর্ষক একটি নাটকের অডিও পূজা বার্ষিকী এঁরা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে এই রেডিও অ্যাপের উদ্বোধন করেন শমীক বন্দোপাধ্যায়। টট এর পক্ষে সংস্থার কর্ণধার শুভময় বসু জানান ,কলকাতার বাইরে বহু মফ:সল শহর ও গ্রামের নাট্যপ্রেমীদের কাছ থেকে আমাদের ভাবনার বিপুল সমর্থন পেয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি সি আরের প্রাক্তন অধিকর্তা গৌতম মুখার্জি। তিনি তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

নাট্য পরিচালক ও অভিনেতা সৌমিত্র মিত্র অতীতের রেডিও নাটকের স্মৃতিচারণ করে তার অসম্ভব জনপ্রিয়তার কথা উল্লেখ করেন। বাংলা নাটকের দুনিয়ায় সঙ্গীত পরিচালনা ও আবহ সঙ্গীতে যিনি নজির সৃষ্টি করেছিলেন,তিনি মুরারী রায়চৌধুরী। তিনি বলেন, একদিন ছিল নাটকে গানের গুরুত্ব।আজকাল নাটকের গান তার স্বকীয়তা হারিয়েছে। অথচ নাটকে গানের একটা বড় ভূমিকা আছে।আমাদের ইতিহাস লেখার ব্যাপারে অনীহায় আমাদের ঐতিহ্যের অনেক কিছুই হারিয়ে ফেলেছি। আশা করবো টট এই বিষয়ে নজর দেবে।আমাদের আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না।

তবে রেডিও নাট্য প্রযোজনার ক্ষেত্রে রেডিওতে যেসব কিংবদন্তি ব্যক্তিত্ব ছিলেন, এঁদের মধ্যে সুধীর সরকার, বাণী কুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়,শুক্লা বন্দোপাধ্যায় প্রযুক্তিগত শত সীমাবদ্ধতায় রেডিও নাটককে যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তা রীতিমত ঐতিহাসিক। আসা করি টট কর্তৃপক্ষ এই বিষয়ে বিশেষ নজর দেবেন।

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from Theater/DramaMore posts in Theater/Drama »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.