Press "Enter" to skip to content

ডিজিটাল নিউজ চ্যানেল এস এস নিউজ ওয়ান ওয়েব এর বঙ্গ দিশারী দীপশক্তি সম্মান….।

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ২৫ অক্টোবর ২০২২। দুর্গা মায়ের আরাধনার পর এবার শ্যামা মায়ের আবাহনের পালা । দীপমালায় সজ্জিত চারিদিক। শ্যামা মাকে নিয়ে মেতে উঠেছে আমজনতা। গত দু বছর করোনা অতিমারীর জন্য কোনো সাধারণ মানুষ পুজো উৎসব ঠিক ভাবে পালন করতে পারে নি। এই বছর পরিস্থিতি একটু আলাদা। এইবারের কালীপুজোতে নানা সংস্থা ও সংগঠন  পুজোর মন্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও থিম ভিত্তিক নানান পুরস্কার প্রদান করে থাকে পুজো কমিটিদের। তাদের মধ্যে অন্যতম ডিজিটাল নিউজ চ্যানেল SS News1 web ।

আদ্যাপীঠে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিক্রমার শুভ সূচনা হয়। SS News 1 এর তরফ থেকে আদ্যাপিঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই , সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই , ব্রহ্মচারিনী দিপা দেবী , দক্ষিণেশ্বর থানার পুলিশ ইনচার্জ শিব চরন মন্ডলকে বিশেষ ভাবে সম্বর্ধিত করা হয়। এছাড়াও আদ্যামা মন্দির (নিউ জার্সি, ইউ স এ ) এবং কালী মা মন্দির (চিকাগো, ইউ স এ) কে ব্রহ্মচারী মুরাল ভাই ও দিপা দির সহযোগিতায় সংবর্ধিত করা হয়।
এর পরবর্তী সময়ে  উত্তর কলকাতা, বিরাটি, মানিকতলা, শহরতলী বরানগর, দক্ষিণেশ্বরের নানা পুজো মণ্ডপে পরিক্রমা করে প্রায় ২০ টি পুজো মণ্ডপকে বঙ্গদিশারী দীপ সম্মান ২০২২ এ ভূষিত করেন। এর মধ্যে বেশ কিছু বিশেষ উল্লেখযোগ্য পুজো কমিটি ছিল শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি (বরানগর) , বনহুগলি GCHS যুবক সংঘ, মৃদিসংঘ ও ভারতীয় যুবক সংঘ, বাগমারি প্রগতি সংঘ, গঙ্গাধর স্পোর্টিং ক্লাব, নব তরুণ স্পোটিং ক্লাব, আলমবাজার নবজ্যোতি সংঘ, মহাভারত বালক সংঘ আলমবাজার, দেশবন্ধু রোড সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটি, নিমতা কিশোর সংঘ, বরানগর সুভাষপল্লী সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো কমিটি। এই পুজো বাছাই পর্বে বিশিষ্ট বিচারক মন্ডলী আর অতিথিদের মধ্যে ছিলেন শক্তি জি (মুম্বাইয়ের বিশিষ্ট চিত্রাভিনেতা) , শ্রী কন্টি সাহা (ভোলে বাবা পার কারেগা কমিটি), কল্লোল কান্তি সাহা (জয় মা তারাশ্রীতা ভক্তবৃন্দ),স্বামী সদাত্মানন্দ, প্রভাস চৌধুরী (ইসলোকের সভাপতি), আবির মজুমদার (এডিটর ও রিপোর্টার), মৌসুমী চ্যাটার্জি (স্বনামধন্য গায়িকা), ডক্টর মৌ ভট্টাচার্যী (স্বনামধন্য সঞ্চালিকা), শংকর পাল (বিশিষ্ট সমাজসেবী), পত্রালী ব্যানার্জি (মডেল ও মেকআপ আর্টিস্ট), সুবল সাহা (বিধানসভার চিত্র সাংবাদিক ও SS News 1 Web ফাউন্ডার এডিটর), বিউটি সাহা (আলোকচিত্রশিল্পী), রাজকান্ত মজুমদার (আলোকচিত্রশিল্পী), মন্টু বেড়া (SS News 1 Web এর সদস্য) , অন্তরা দাশগুপ্ত (বিশিষ্ট সঞ্চালিকা) সহ অন্যান্য অতিথিবর্গ।

সমস্ত পুজো কমিটি বঙ্গ দিশারী ২০২২ দীপ সম্মান প্রাপ্তির পর উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাদের সকলের তরফ থেকে আন্তরিক ভালবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয় SS News1 Web কে। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে উপদেষ্টা মন্ডলের সদস্য দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এর সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই। SS News1 Web চ্যানেলের সম্পাদক সুবল সাহা সকলের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে আগামী বছরের পরিক্রমা আরো সুন্দর হবে বলে আশা করেন।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.