নিজস্ব প্রতিনিধি : বারুইপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫। বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডা. জে. এন. কাঞ্জিলাল এর ১১৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল বারুইপুর রবীন্দ্র ভবনে। হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বারুইপুর ও ডায়মন্ড হারবার ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সম্মানিত করা হয় একাধিক বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসককে। এছাড়াও অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক অধিবেশন, যেখানে বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন চিকিৎসা জগতের খ্যাতনামা চিকিৎসকরা।
বক্তাদের মধ্যে ছিলেন ডা.দুর্গা শঙ্কর ভর,।ডা.সমীর ভট্টাচার্য,
ডা.সুভাষ সিং, ডা.অভিজিত চাটার্জী, ডা.শ্যামল মুখার্জী,
ডা.বিনয় দাস, ডা.অর্জুন মন্ডল,ডা.সিব্বাতুল্লা লস্কর,ডা.পি কে মৈত্র, ডা. তাপসী ভট্টাচার্য, ডা.হাসনেহেনা বেগম
ডা. সুরেশ কে. নন্দাল (হরিয়ানা) ডা. রামজি যাদব (রাঁচি)
ডা. এস. আই. হোসেন (মুম্বাই) ডা.মিহির কুমার সেন।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডা. সহিদুল ইসলাম বলেন, “এই উদ্যাপন কেবলমাত্র জন্মজয়ন্তী নয়, বরং হোমিওপ্যাথি চিকিৎসার বিকাশ ও প্রসারে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক অনন্য প্রয়াস।”
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, সমাজসেবী ও অতিথিদের অংশগ্রহণে সমগ্র পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।






Be First to Comment