ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ১ জানুয়ারি, ২০২৪। সবাইকে কল্পতরু উৎসব ও নববর্ষের অভিনন্দন ” কল্পতরু উৎসব ” আসলে রামকৃষ্ণ পরমহংসদেবের আত্মস্বরূপ প্রকাশ ৷ আজ ১ জানুয়ারি রামকৃষ্ণ মিশন ও মঠের নানা কেন্দ্রে পালিত হচ্ছে
এই উৎসব ৷ ১৮৮৬ সালের ১ জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণ উপস্থিত গৃহী শিষ্যদের কাছে হিন্দু পুরাণে বর্ণিত “কল্পতরু ” হয়েছিলেন ৷ যাঁর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় ৷ আজও তাই কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে হাজার হাজার ভক্তের ভিড় ৷
ঐসময় ঠাকুর দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত ৷ ঐদিন একটু সুস্থ বোধ করায় গৃহী শিষ্যদের নিয়ে
বেড়িয়েছিলেন কাশীপুর উদ্যানবাটীতে ভ্রমণে ৷
কোন সন্ন্যাসী ভক্ত সাথে ছিলেন না ৷ সেই সময়
ঠাকুর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন ,” তোমার কি মনে হয়, আমি কে ? গিরিশ বলেন , “ব্যাস , বাল্মীকি যার হদিস পায় নি ,আমি বোঝার কে ? মানব কল্যাণের জন্য মর্ত্যে অবর্তীণ ঈশ্বরের অবতার ” ৷ এরপর পরমহংসদেব বলেন ,
” আমি আর কি বলব ? তোমাদের চৈতন্য হোক “৷
তারপর তিনি সমাধিস্থ হয়ে প্রত্যেক ভক্তকে স্পর্শ
করেন ৷ তাঁদের সবার মধ্যে এতে এক আধ্যাত্মিক
অনুভূতি হয় ৷ দেখলেন তাঁদের ঠাকুরই যুগে যুগে
অবতার ! সত্ব গুণের ঐর্শ্বয ৷ জগন্মাতা কালী যেন
রামকৃষ্ণ রূপে পুজো চাইছেন ৷
ঠাকুর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন ,” তোমার কি মনে হয়, আমি কে ? গিরিশ বলেন , “ব্যাস , বাল্মীকি যার হদিস পায় নি ,আমি বোঝার কে….?
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
More from InternationalMore posts in International »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
More from SocialMore posts in Social »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রীমশাই….।
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী…।
- প্রতারণা: সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং মানসিক সুস্থতার প্রভাব….।
- বেলেঘাটায় বদ্রীনাথ ধাম….।
- Dalmia Bharat Celebrates 5th Year of ‘Aap Hain Sachche Viswakarma’ initiative across East India….
Be First to Comment