**মোহনবাগানের নির্বাচনে তরজা**
নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২৩ মে, ২০২৫। মোহনবাগানের নির্বাচন নিয়ে শাসক গোষ্ঠীর সঙ্গে বিরোধী পক্ষের তরজা চলছে তো চলছেই। কোন পক্ষ ছেড়ে কথা বলছে না। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সাংবাদিক বৈঠকে সচিব দেবাশিস দত্ত শ্বেত পত্র প্রকাশ করে বলেন, তিন বছরে কী করেছি আর আগামীদিনে কী করব। কথা প্রসঙ্গে টুটু বসুর কথা উঠতেই দেবাশিস বলেন, টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে একটি শর্ত আছে তিনি মাঝ পথে পদ ছেড়ে দিয়ে নিজের ছেলেকে বসাতে পারবেন না। তা লিখে দিতে হবো।
সচিব বলেন,’২০১৮ সালে টুটু বসু ছ’মাস পর নিজে সচিব পদ ছেড়ে ছেলেকে বসিয়ে দিয়েছিলেন। এদিন সচিবের সঙ্গে ছিলেন প্রসূন ব্যানার্জী, মানস ভট্টাচার্য ও সত্যজিৎ চ্যাটার্জি।
Be First to Comment