নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ নভেম্বর ২০২২। করোনা কমতেই হাজির ডেঙ্গি। আবার রাজ্যে প্রায় প্রতিদিনই মৃত্যু ঘটেছ ডেঙ্গিতে। কলকাতার পাশাপাশি সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের দু-একটা পাহাড়ি জেলায়। ডেঙ্গিতে কাবু শিশুরা, তাতেও আতঙ্ক বাড়ছে লাফিয়ে। বছর বছর ডেঙ্গির মারণ-হানায় প্রশাসনের গাফিলতি বিস্তর। কিন্তু শত প্রচার সত্ত্বেও এক শ্রেণির নাগরিক কোনও সচেতনতার তোয়াক্কায় নারাজ। তাঁদের সচেতনতার অভাবেও ছড়াচ্ছে রোগ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। উদাসীন জনগণ, নিষ্কৃয় প্রশাসন। তাই মশা এবং মৃত্যুর বাড়বাড়ন্ত ঠেকাবে কে? আপনারা দেখুন নিউজ সিরিজ ‘ডেঙ্গির দামামা’, আগামীকাল রবিবার রাত ১০টায় টিভি ৯ বাংলায়।
Be First to Comment