নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫শে সেপ্টেম্বর, ২০২২। মহালয়া। শারদোৎসবের শুভ সূচনা। পিতৃপুরুষকে স্মরণ করারও দিন। তাঁরা আমাদের ছেড়ে গিয়েছেন। কিন্তু এই উৎসবের দিনে তাঁরা আমাদের সঙ্গেই আছেন। আছেন আমাদের অন্তরে। তাঁদের স্মৃতিতে উৎসবের মঙ্গলঘট ভরে নিতেই এ বার মহালয়ায় টিভি নাইন বাংলার বিশেষ নিবেদন ‘আছ অন্তরে’। থাকছে রবীন্দ্রসঙ্গীত থেকে আগমনী।
গণসঙ্গীত থেকে আধুনিক। গাইবেন শিল্পী শ্রাবণী সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সৌরভ মণি। ছবি আঁকবেন শিল্পী হিরণ মিত্র। নাচে সুতপা তালুকদার। সরোদ বাজাবেন তেজেন্দ্রনারায়ণ মজুমদার। অনুষ্ঠানের পরতে পরতে জড়িয়ে থাকবে ‘মহিষাসুরমর্দিনী’। আর তার তিন স্রষ্টা—বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার, পঙ্কজ মল্লিক। থাকবে অল ইন্ডিয়া রেডিয়োর সেই কালজয়ী অনুষ্ঠানের নানা অজানা গল্প। থাকবে কুমোরটুলি। কাশের বন। শিউলি ফুলের গন্ধ।
সেই সঙ্গে থাকবে বঙ্গ সংস্কৃতিতে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা চার কৃতির কথা। স্মৃতির সরণিতে হেঁটে উৎসবের গন্ধমাখা উত্তরাধিকারের গল্প শোনাবেন দেবশঙ্কর হালদার।
কাল মহালয়ার সকালে টিভি নাইন বাংলায় এ বার এক অন্য আগমনী।
আগামীকাল ২৫ সেপ্টেম্বর, রবিবার। সকাল ৭টায়।
Be First to Comment