নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ অক্টোবর, ২০২২। এই দেবীপক্ষে TV9 বাংলা সেজে উঠেছিল পুজোর সাজে। পুজোর নানা খবরের পাশাপাশি ছিল বেশ কিছু শারদ প্রতিযোগিতা। সেরা বারোয়ারি, সেরা আবাসন, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশ ও সুরক্ষার পাশাপাশি জেলার সেরা পুজো এই প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছিল। পুজোর প্রায় একমাস আগে থেকে শুরু হয়েছিল পুজোর অনুষ্ঠান।
এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় মহালয়ার দিন আমরা দেখিয়েছি এক অন্য আগমনী। আছ অন্তরে। এছাড়াও ছিল অন্য দুর্গাদের কাহিনি, রাজ বাড়ির গল্প, বাংলার পুজোর ইতিহাস, পুজোর বায়োস্কোপ, পুজোর আড্ডা, মায়ের পুজো মেয়ের হাতে এমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। পুজোয় TV9 বাংলা কলকাতায় সেরা ৯ তে নয়টি বিভাগে সাতাশটি পুরস্কারে বিভিন্ন পুজো কমিটিকে পুরস্কৃত করেছে ।
জেলার পুজোগুলিকেও TV9 বাংলা পুরস্কৃত করেছে । এবার সেরার সেরা নয়-কে পুরস্কৃত করা হল TV9 বাংলা বিজয়া সম্মেলনে।
দেখা যাবে TV9 বাংলা বিজয়া সম্মেলন ৩০শে অক্টোবর, রবিবার, দুপুর ৩.৩০টে টিভি নাইন বাংলা’য়।
Be First to Comment