ভোটের রঙ্গ ::::—-
———————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
———————————-
টান টান উত্তেজনা
কার দখলে দেশটা যাবে !
পাঁচটা বছর ইজারা নিয়ে
কে-ই বা শোষন করতে পারবে ।
প্রতিশ্রুতির বন্যা বইয়ে
দিচ্ছে সবাই যে যার মতো
মারামারি, গুণ্ডা গর্দি
দেখতে পাচ্ছি হচ্ছে কত ।
নানান স্ক্যামের আমদানি
এর নামে আর ওর নামে,
কোনটা সত্যি কোনটা মিথ্যে
ঠিক না বেঠিক কে জানে ।
চোরাগোপ্তা খুনখারাবি
এদিক ওদিক যাচ্ছে দেখা
পুলিশ বসে হাত গুটিয়ে
সেন্ট্রাল ফোর্সের নেই দেখা ।
এ দল বলছে আমরা নই
আমাদের এসব নেই কালচার,
ও দল বলছে, মিথ্যে কথা
নাটক করে পাচ্ছে পার ।
মঠ মন্দির, ধর্মাধর্ম
ব্যস্ত সবাই এসব নিয়েই
দেশের ভাল, কর্ম সংস্থান,
উন্নয়নের কথাই তো নেই ।
আসল কথা যে করে হোক
পাঁচ বছরের ইজারা পেলে,
যারাই পাক, দেশটাকে ফের
ছিবড়ে করে দেবে ফেলে ।
এই আশাতেই ভোটের খেলা,
চটকদার বার্তা দিয়ে
কোমর বেঁধে সব পার্টিরাই
মরিয়া বেশ জিততে গিয়ে ।
মাঝে পড়ে উঠছে দেখি
আমজনতার নাভিশ্বাস
বুঝতে তারা পারছে না তো
কাকেই বা করবে বিশ্বাস।
টান টান উত্তেজনা কার দখলে দেশটা যাবে ! পাঁচটা বছর ইজারা নিয়ে কে-ই বা শোষন করতে পারবে….. ।

More from InternationalMore posts in International »
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
More from PoemMore posts in Poem »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
Be First to Comment