ভোটের রঙ্গ ::::—-
———————————-
অশোক ব্যানার্জী : কলকাতা।
———————————-
টান টান উত্তেজনা
কার দখলে দেশটা যাবে !
পাঁচটা বছর ইজারা নিয়ে
কে-ই বা শোষন করতে পারবে ।
প্রতিশ্রুতির বন্যা বইয়ে
দিচ্ছে সবাই যে যার মতো
মারামারি, গুণ্ডা গর্দি
দেখতে পাচ্ছি হচ্ছে কত ।
নানান স্ক্যামের আমদানি
এর নামে আর ওর নামে,
কোনটা সত্যি কোনটা মিথ্যে
ঠিক না বেঠিক কে জানে ।
চোরাগোপ্তা খুনখারাবি
এদিক ওদিক যাচ্ছে দেখা
পুলিশ বসে হাত গুটিয়ে
সেন্ট্রাল ফোর্সের নেই দেখা ।
এ দল বলছে আমরা নই
আমাদের এসব নেই কালচার,
ও দল বলছে, মিথ্যে কথা
নাটক করে পাচ্ছে পার ।
মঠ মন্দির, ধর্মাধর্ম
ব্যস্ত সবাই এসব নিয়েই
দেশের ভাল, কর্ম সংস্থান,
উন্নয়নের কথাই তো নেই ।
আসল কথা যে করে হোক
পাঁচ বছরের ইজারা পেলে,
যারাই পাক, দেশটাকে ফের
ছিবড়ে করে দেবে ফেলে ।
এই আশাতেই ভোটের খেলা,
চটকদার বার্তা দিয়ে
কোমর বেঁধে সব পার্টিরাই
মরিয়া বেশ জিততে গিয়ে ।
মাঝে পড়ে উঠছে দেখি
আমজনতার নাভিশ্বাস
বুঝতে তারা পারছে না তো
কাকেই বা করবে বিশ্বাস।
টান টান উত্তেজনা কার দখলে দেশটা যাবে ! পাঁচটা বছর ইজারা নিয়ে কে-ই বা শোষন করতে পারবে….. ।

More from InternationalMore posts in International »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
More from PoemMore posts in Poem »











Be First to Comment