Press "Enter" to skip to content

টলি স্টার অ্যাওয়ার্ডের পোস্টার লঞ্চে তারার হাট….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫। গত রবিবার, ১৪ই সেপ্টেম্বর, কলকাতার সাউথ সিটির ‘স্ক্র‍্যাপইয়ার্ড’-এ ছিল ঝলমলে সন্ধ্যা। আসন্ন দুর্গাপূজার আগে, ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল ‘টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২’-এর পোস্টার ও স্মারক উন্মোচন অনুষ্ঠান। টলিউডের একাধিক পরিচিত মুখ এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের আয়োজক ও ভিক্স ভেঞ্চারের কর্ণধার সৌভিক মান্না সবাইকে স্বাগত জানান। তিনি ঘোষণা করেন, এবারের ‘টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২’-এর সবচেয়ে বড় আকর্ষণ হলেন বিশিষ্ট লেখিকা লীনা গাঙ্গুলী। তিনি এবারের অ্যাওয়ার্ডের মনোনয়ন বিভাগের মুখ্য উপদেষ্টা হিসেবে থাকবেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-জুটি রাহুল-দেবাদৃতা, অভিনেতা সাহেব ভট্টাচার্য ও আর্য দাশগুপ্ত, অভিনেত্রী সুস্মিতা দে ও রিয়া গাঙ্গুলি, সংগীত পরিচালক সমিধ মুখার্জি, এবং পরিচালক অয়ন সেনগুপ্ত ও সুব্রত শর্মা সহ বিশিষ্টজন।

মৌ সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।  সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে অনুষ্ঠিত হবে ‘টলি স্টার অ্যাওয়ার্ড সিজন ২’, এবং কী কী নতুন চমক অপেক্ষা করছে?

More from CinemaMore posts in Cinema »
More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.