Press "Enter" to skip to content

জে আই এস শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে তিনদিনব্যাপী টিকাকরণ শিবির দমদমের ক্যাম্পাসে….।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ: কলকাতা, ২৬ জুলাই, ২০২১। রাজ্যের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জে আই এস এর উদ্যোগে কোলকাতায় দমদম অঞ্চলে সুরের মাঠ সংলগ্ন কলেজ ক্যাম্পাসে উদ্বোধন হলো তিনদিনব্যাপী টিকাকরণ শিবির। ২৬থেকে২৮ জুলাই এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অদিতি মুন্সী।অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় পৌরপিতা প্রদীপ মজুমদারসহ বিশিষ্টজন।
এই উপলক্ষ্যে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মজুমদার , প্রিন্সিপাল ডা: ওমপ্রকাশ শর্মা, সহঅধিকর্তা শঙ্কর বিশ্বাস, ডা: অরুনবরণ সমাদ্দার এবং সংস্থার ট্রাস্টি মেম্বার অমৃক সিং। সংস্থার তরফে জানানো হয়, শিক্ষা প্রসারের পাশাপাশি করোনা প্রবাহে সংস্থা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজনে রাজ্য সরকারের সহযোগিতায় এই তিনদিনব্যাপী টিকাকরণ শিবিরের আয়োজন করেছেন। রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে ইতিমধ্যে ১৫ হাজার ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যসহ স্থানীয় মানুষদের টিকা দিয়েছেন। লক্ষ্যমাত্রা ৩০ হাজার টিকাকরণ। সেই কারণে আজ ২৬ জুলাই  থেকে আগামী ২৮জুলাই এই শিবির চলবে সংস্থার দশম সুরের মাঠ কলেজ ক্যাম্পাসে। সাধারণ মানুষদেরও এখানে প্রয়োজন মাফিক প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া চলছে। সম্পূর্ণ করোনা বিধি মেনে বলতে গেলে পাঁচতারা হোটেলের পরিষেবায় টিকা দেওয়া চলছে। প্রথম দিনেই সুশৃঙ্খলভাবে প্রায় ১হাজার জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।প্রত্যেক নাগরিকের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি স্মারক উপহার। যাতে থাকছে বিস্কিট, মাস্ক, স্যানিটাইজার ও পানীয় জল।

More from HealthMore posts in Health »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.