প্রিয়জিৎ ঘোষ : চন্দননগর : ১ মে ২০২২। জেলায় জেলায় সায়েন্স এন্ড কালচার অর্গানাইজেশন এর প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হলো গত ৩০ এপ্রিল শনিবার, চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দিরে।
রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই হলে এক বর্নময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হলো। অসাধারণ এই অনুষ্ঠানটির সাক্ষী হয়ে থাকল চন্দন নগরের বহু সাধারণ মানুষ। অবশ্যই ধন্যবাদ জানাতে হয় হরিনারায়ন চট্টোপাধ্যায় কে এই অনুষ্ঠানটিকে সুচারু রূপে সাজানোর জন্য। সংস্থার সকল সদস্য সদস্যারা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি কে সাফল্য মন্ডিত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র মাননীয় রাম চক্রবর্তী মহাশয়।
উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদিকা রীতা পাল, টেকনিক্যাল ডিরেক্টর প্রবীর বসু, উপ সাধারণ সম্পাদক অলোক কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক অনুপম চট্টোপাধ্যায়, সাংস্কৃতিক সহ সম্পাদক প্রীতিশেখর , সাংস্কৃতিক সহ সম্পাদিকা অমিতা ঘোষ রায়, স্টেট কোঅর্ডিনেটর দেবাশীষ ধাড়া, এছাড়াও উপস্থিত ছিলেন অরিন্দম মুখোপাধ্যায় সহ বিশিষ্টজন।
Be First to Comment