Press "Enter" to skip to content

জীবিত শিল্পীর চেয়ে পরলোকগত শিল্পীদের পোস্টারের দাম বেশি। গত বছর বোস্টনে নীলামে বিক্রি হয়েছে প্রতিটি US-$350 ডলারে……।

Spread the love

ডঃ পি সি সরকার (জুনিয়র) : বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ৩, জানুয়ারি, ২০২১।জাদুকরদের শো-এর পোস্টার, সংগ্রাহকদের কাছে এক ভীষণ লোভনীয় জিনিষ। বাবার পোস্টার তো খুবই দুর্লভ এবং তার চাহিদা এবং অর্থমূল্য, কল্পনার বাইরে। জীবিত শিল্পীর চেয়ে পরলোকগত শিল্পীদের পোস্টারের দাম বেশি। আমার বলতেও ভালো লাগছে যে, জীবিত শিল্পীদের মধ্যে আমার সিল্ক-স্ক্রিনে ছাপা, ৩০"×৪০" সাইজের পোস্টারের মূল্য, গত বছর বোস্টনে নীলামে বিক্রি হয়েছে প্রতিটি US-$350 ডলারে। হবে না কেন, পোস্টার গুলোর ডিজাইন করেছেন O.C.Ganguli, Nirmal Roy,Gopen Roy প্রমুখদের মতো সেরা শিল্পীবৃন্দ। লে-আউটের ডিরেকশন দিয়েছি আমি নিজে। সান-হোসেতে P C A M Convention-এও আমার পোস্টার বিক্রী হয়েছে। অর্জিত অর্থ সমাজ কল্যানে দান করে দেওয়া হয়েছে।

ছবিটা জাদুকর মার্ক উইলসন, তাঁর কেনা আমার পোস্টারটায় অটোগ্রাফ করিয়ে নেবার সময় তোলা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *