অশোক ব্যানার্জি : জ্যোতিষ শিরোমনি, জ্যোতিষ শাস্ত্রী ও কবি।
হেরে গেলেন
সৌমিত্র চট্টোপাধ্যায় !
দীর্ঘ দিন ধরে
মৃত্যুর সাথে
পাঞ্জা লড়ে
তিনি বড় ক্লান্ত
হয়ে পরেছিলেন ।
এবারে মৃত্যুকে তিনিই
ডেকে বলেছিলেন,
মৃত্যু, আমি কয়েক বার
উঁকি ঝুঁকি দিতে দেখেছি
তোমাকে আমার জীবনে ।
না,আর লুকোচুরি নয়,
এবার এসো তো আমার সামনে,
আমরা দুজনে পাঞ্জা লড়ি
আজকে এক হাত !
দেখি না কে জেতে এবার
তুমি নাকি আমি ?
কিছুটা অশক্ত হাতে, কিন্তু
প্রবল মানসিক জোর নিয়ে
পাঞ্জা লড়ে চলেছিলেন সৌমিত্র
দাঁতে দাঁত চেপে !
কোনো দিন কোনো কাজে
হার মানতে শেখেননি সহজে
সৌমিত্র চট্টোপাধ্যায় ।
অনেক নিষ্ঠা, অনেক পরিশ্রম,
অনেক চরাই উৎরাই করে অতিক্রম
তিনি আজ সৌমিত্র,
অভিনয় জগতের শিখরে
আজ তার একচ্ছত্র
অবিসংবাদিত আধিপত্য !
তিনি একাধারে ধ্রুপদী অভিনেতা,
কবি, নাট্যকার,আর একদিকে
প্রাণ শক্তিতে ভরপুর
এক আত্মবিশ্বাসী পুরুষ
যিনি সহজে হার মানতে
শেখেননি কারো কাছে ।
তবুও তিনি আজ হেরে গেলেন
মৃত্যুর কাছে ! হেরে গিয়ে
উদাত্ত কণ্ঠে হো হো করে
হেসে উঠে বললেন,
মৃত্যু, না তোমাকে আমার জীবনে
লুকিয়ে মাঝে মাঝে আর
উঁকি ঝুঁকি দিতে হবে না ।
অভিনয়ই আমার জীবন
অভিনয়ই আমার প্রাণ !
সেই অভিনয়ই যদি
না করতে পারি, তবে
বেঁচে থেকে কি লাভ ?
তাই আজ আমি নিজে হেরে
তোমাকে জিতিয়ে দিলাম !
এই মুহূর্ত থেকে আমি
ছড়িয়ে পড়ছি সারা ব্রহ্মাণ্ডে !
এখন থেকে আমি কোনো
গণ্ডিতে আবদ্ধ নই আর,
আমি এখন থেকে সার্বজনীন,
আমি এখন থেকে সবার !

Be First to Comment