কলকাতা,রাজকুমার দাস:– ইতিমধ্যেই শুরু হয়েছে জী বাংলা ফুটবল লীগ। মোহনবাগান গ্রাউন্ডে চলছে রাজ্যের ১৬টা জেলা থেকে আসা অনূর্ধ্ব১৯এর ফুটবল লীগ।আজ সেমি ফাইনাল।ফাইনাল খেলা হবে আগামী ২৩শে মে।ফাইনালের দিন উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলী সহ জী বাংলা পরিবারের ধারাবাহিকের কলাকুশলীরা। জেলার খেলোয়াড় দের সাথে কলকাতার চারটে দল যথা মোহনবাগান ফুটবল ক্লাব,আরয়ান ফুটবল ক্লাব,মহমেডান স্পোর্টিং ক্লাব ও ইস্ট বেঙ্গল ক্লাব এর সাথে সবাই খেলা করছে।স্পোর্টস বিজনেসের ইন্টারন্যাশনাল হেড সি ও ও শ্রী মুকুন্ড কৈরে সাংবাদিক সম্মেলনে জানান চ্যাম্পিয়ন টিম পঞ্চাশ লক্ষ্য ও রানার্স টিম ত্রিশ লক্ষ্য টাকা করে পাবে। বেস্ট খেলোয়াড় পাবে দু লক্ষ্য করে টাকা। তাছাড়া সেরাদের বিদেশে তিন সপ্তাহের জন্য ট্রেনিং নেওয়ার জন্য ও পাঠানো হবে।জী বাংলা র এই নতুন পদক্ষেপ সত্যি কারের প্রশংসনীয় উদ্যোগ।নতুন নতুন ছেলেরা ফুটবল কে সামনে রেখে এগিয়ে যেতে পারবে ,তাতে কোন সন্দেহ নেই।
জি বাংলা ফুটবল লীগ
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
Be First to Comment