Last updated on February 7, 2022
সুর সম্রাজ্ঞী স্মরণে / মতিলাল পটুয়া
জাত শিল্পীর হয়না মরণ
কীর্তি নিয়ে বাঁচে ,
মৃত্যুর পরেও কীর্তি যশে
অমর হয়ে থাকে ।
জাত শিল্পীর হয়না মরণ
শুধু নস্বর দেহ বিন্যাস ,
খ্যাতির দেশে বিরাজ করে
কর্মের অমনিবাস ।
জাত শিল্পীর হয়না মরণ
মায়ার বাঁধনে ভাসে ,
বিয়োগ ব্যথা ব্যথা হয়ে
অশ্রুতে ভরে আসে ।
জাত শিল্পীর হয়না মরণ
তবু মৃত্যু ভোলা ভার ,
স্মৃতি পটের পুষ্প অর্ঘে
তাঁকে নমি শতবার ।
Be First to Comment