শিখা দেব : কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫। উত্তরাখণ্ডে জাতীয় গেমসে বাংলার স্থান হয়েছে অষ্টম স্থানে। এবারের এই প্রতিযোগিতায় পদকজয়ী প্রতিযোগীদের বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা জানানো হল।
বিশেষ করে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে সম্মান পাওয়াটা অবশ্যই পদকজয়ীদের কাছে বড় প্রাপ্তি । ক্লাবের সভাপতি সুভেন রাহা বলেন, বাংলার ছেলেমেয়েরা ধীরে ধীরে ভালো ফলাফল রাখার চেষ্টা করছেন। তাঁরা নিজেরাও বলছেন, বাংলার জন্যই আমরা সেরা পারফরম্যান্স করতে চাই। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করাটাই প্রধান লক্ষ্য। তাঁদের সম্মানিত করার অর্থই আরও অনুপ্রাণিত করা।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রশাসকরাও। বৃষ্টিভেজা বিকেলবেলায় ক্লাব তাঁবুতে ভিড় উপচে পড়েছিল। উপস্থিত ছিলেন সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, আইএফএ’র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, বিওএ’র প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জি, বিওএ’র সচিব জহর দাস এবং শেফ দ্য মিশন বিশ্বরূপ দে সহ অন্যরা। সংবর্ধনার শেষে জিমন্যাস্ট প্রণতি দাস আক্ষেপ করে বলেন, ওয়ার্ল্ড কাপে অংশ নেওয়ার জন্য আমার নাম অন্তর্ভুক্ত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। পারফরম্যান্সের ভিত্তিতে অবশ্যই আমার নামটা আসা উচিত ছিল।
জাতীয় গেমসে পদকজয়ীদের সংবর্ধনায় ক্রীড়া সাংবাদিক সংস্থা….।

More from GeneralMore posts in General »
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।






Be First to Comment