নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫। টানা বর্ষণ এবং ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা কলকাতা শহর কার্যত জলমগ্ন। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ও সেই জলের কবলে । রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গণ সর্বত্র জল থইথই।
তবুও থেমে থাকেনি মানবসেবার কাজ। জমা জলের মধ্যেই বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না শুরু করেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা। সকাল থেকেই ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায়। আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের খাবার।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ নিজে ত্রাণ কার্য পরিচালনা করছেন। তিনি বলেন, “কোটালের কারণে জল দ্রুত নামছে না। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবাকার্য চালু থাকবে।”
শহরজুড়ে দুর্দিনে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।
জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ…।

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।





Be First to Comment