সৌরভ দত্ত : কলকাতা, ২ জানুয়ারি, ২০২৫। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে হায়দরাবাদ এফসি-কে ৩-০ উড়িয়ে ইংরাজি নতুন বছরের শুরুটা ভালোভাবে করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ম্যাচে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ ড্র করেছিল হায়দরাবাদ এফসি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খুব একটা লড়াই করতে পারলেন না অ্যালেক্স সাজিরা। চলতি আইএসএল-এ দশম ম্যাচে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। এদিন নবম মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদের গোলকিপার আর্শদীপ সিংয়ের হাত থেকে বেরিয়ে আসা বল সেন্ট্রাল ডিফেন্ডার স্টেফান স্যাপিচের মাথায় লেগে জালে জড়িয়ে যায়। এরপর ৪১ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন কোলাসোর ক্রস থেকে হেডে গোল করেন টম আলড্রেড। হায়দরাবাদের গোলকিপার ও ডিফেন্ডাররা বক্সের মধ্যেও বল বিপদমুক্ত করতে পারেননি। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ৫১ মিনিটে হায়দরাবাদের রাইট ব্যাক রাবির কাছ থেকে বল কেড়ে নিয়ে জেমি ম্যাকলারেনকে দেন জেসন কামিংস। এরপর কামিংসের উদ্দেশে মাইনাস বাড়ান ম্যাকলারেন। অসাধারণ টাচে জালে বল জড়িয়ে দেন কামিংস।
জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।

More from GeneralMore posts in General »
- জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরলেন নির্যাতিতা কিশোরীরা….।
- পাঁশকুড়ায় চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার….।
- রবীন্দ্র জন্মবার্ষিকীতে পরিবেশিত হল গীতিআলেখ্য ‘অন্য রবীন্দ্রনাথ’…।
- রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বালোচিস্তানের দাবীতে কলকাতায় অখিলভারত হিন্দুমহাসভার ঐতিহাসিক পথসভা…
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
Be First to Comment