গোপাল দেবনাথ : কলকাতা, ৩ নভেম্বর ২০২১। স্বর্গ মর্ত্য পাতাল সর্বত্রই রূপসীদের কদর ছিল আছে এবং থাকবে। বিশ্বের সর্বত্রই বহুকাল ধরেই সুন্দরী প্রতিযোগিতা হয়ে আসছে। আমাদের দেশের রূপসীরা বিশ্বের মানচিত্রে ইতিমধ্যেই বিশেষ জায়গা অধিকার করে নিয়েছে। আমাদের প্রিয় শহর কলকাতাও সুন্দরী প্রতিযোগিতায় কোনো অংশে পিছিয়ে নেই। গত ৩১ অক্টোবর অক্টোবর রবিবার নিউজ হাঙ্গামা বাংলা ও আই আই এফ পির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলার সর্ববৃহৎ বিউটি পেজেন্ট “ফেস অফ বেঙ্গল- ২০২১”।
“ফেস অফ বেঙ্গল ২০২১ সেশন- ১” এর বিউটি প্রেজেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক অভিজিৎ দে ও মহুয়া রায়। এই বিউটি পেজেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের ও বলিউডের বিখ্যাত নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মাননীয় শ্রী মদন মিত্র, বাদ্যযন্ত্র শিল্পী পন্ডিত মল্লার ঘোষ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সুজিত গুহ, টুম্পা সোনা খ্যাত কোরিওগ্রাফার অমর গুহ, শিক্ষাবিদ অর্পিতা বসু, পারমিতা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিউটি পেজেন্ট সর্বমোট চারটি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।
মিসেস প্লাটিনাম গ্রুপ থেকে প্রথমস্থান অধিকার করেন নীলা ভট্টাচার্য, দ্বিতীয়স্থানে ডঃ সৌরভী হালদার এবং তৃতীয়স্থানে ছিলেন সোনালী দে হোর।
মিসেস গ্রুপ থেকে প্রথমস্থানে সঞ্চিতা ভৌমিক, দ্বিতীয়স্থানে ডঃ শাশ্বতী বিশ্বাস এবং তৃতীয়স্থানে ছিলেন সৌমি চক্রবর্তী।
মিস গ্রুপ থেকে প্রথমস্থান অধিকার করে নেন চন্দ্রা পাল, দ্বিতীয়স্থানে স্নিগ্ধা দাস এবং তৃতীয়স্থান অধিকার করেন উজ্জ্বলা ভৌমিক।
প্রিন্সেস গ্রুপ থেকে প্রথম হন নায়রা আগারওয়াল, দ্বিতীয় হন বৃষ্টি মৃধা এবং এই বিউটি প্রেজেন্ট এর শো স্টপার ছিলেন সায়ন বোস।
এই বিউটি পেজেন্ট অনুষ্ঠানটি সব ধরণের করোনা অতিমারী বিধি মেনেই সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানের মূল আয়োজক সাংবাদিক অভি ও মৌ বলেন প্রায় দুই বছর চলা করোনা অতিমারীর ফলে প্রতিটি মানুষের জীবনে একঘেয়েমী চলে এসেছে। তাদের এই একঘেয়েমী জীবনে একটু আনন্দ দিতে এবং এই প্লাটফর্মের মাধ্যমে প্রতিযোগীদের নতুন প্লাটফর্মে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। অভি ও মৌ আশাবাদী আগামীদিনে “ফেস অফ বেঙ্গল সেশন-২” এ আরো বহু মানুষকে এক এক সুতোয় বেঁধে আর বড় হওয়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া। বিশিষ্ট অতিথিবর্গ এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। বিশিষ্টরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।
Be First to Comment