গোপাল দেবনাথ : কলকাতা, ৫ অক্টোবর ২০২২। আজ মহা দশমী উমা মা বাপের বাড়ি থেকে স্বপরিবারে কৈলাশে ফিরে গেছেন বলে আমাদের বিশ্বাস। বহু মণ্ডপে আজও মা দুর্গা বর্তমান। এখনো বহু দর্শনার্থী রাস্তায় রাস্তায় ঘুরে প্রতিমা দর্শন করছেন। দর্শনার্থীদের অনেকেই হেঁটে, গাড়িতে বা দ্বিচক্রযান এ বিনা হেলমেট এ ঘুরছেন রাস্তায়। ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।
বিশেষ করে দ্বিচক্রযান এর চালক সেইসাথে তার আরোহী। এই দুর্গাপুজো কালীন সময়ে দূষণের মাত্রা অনেকটাই বৃদ্ধি পায় সেই সাথে দুর্ঘটনা এই সব কথা মাথায় রেখে টালিগঞ্জ এর শিবু দাস বেড়িয়েছেন বিশেষ প্রচারে। তার সাথে দেখা হলো বেলেঘাটা সি আই টি রোডে সি ই এস সি ক্যাশ অফিস এর সামনে। শিবু বাবুর ভাবনায় দুর্গাপুজোয় বিশাল জনসমাবেশ হয়,পরিবেশ কে দূষণমুক্ত রাখতে এবং দ্বিচক্রযান চালানোর সময় প্রাণ বাঁচাতে হেলমেট মাথায় দেওয়া কতটা জরুরি জন সচেতনতা বাড়াতে তারই প্রচারের উদ্যেশ্যে নিজেই শহরের রাস্তায় বেরিয়ে পড়েছেন।
শিবু দাস এর বক্তব্য একজন মানুষের যদি আমার এই সচেতনতার বার্তা কাজে লাগে তাহলে আমার এই প্রচার সার্থক হবে।
Be First to Comment