Press "Enter" to skip to content

ছায়াহীন……।

Spread the love

অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।

সেই যে কবে যেন, কবেকার কথা !
ছায়াহীন তোর অবয়ব দূরে আর দূরে !
তোর গায়ের গন্ধ খুঁজে চলি অন্য নারীতে !
অঝোর ধারায় নামা বৃষ্টির অকারণ শত্রুতা !
হাসি পায় !
ধুয়ে মুছে যাবে সেই বুকে জমা গন্ধ !
অত সহজ !
ঠায় বসা আমির মনে এক চিলতে অহংকার !
শাল গাছ বেয়ে উঠে আসে সবুজ লাউডগা !
তার বিষে নিয়ন্ত্রিত মা শালিকের গর্ভ সম্ভাবনা !
মৃত্যু আসে সন্তর্পনে, ফিক করে হেঁসে বলে ,
“অমাবস্যা ছিলতো ! আসছে বছর আবার হবে ” !
মনে পড়ে তোর ছায়াহীন দেহের অসহায়তা !
প্রেমের পুঁজি পুঁটলি করে এনেছিলি আমি বুঝিনি !
আঁজলা ভরা অশ্রু চুঁয়ে পড়ছিল আমি দেখিনি !
আজ তোর গন্ধ গায়ে মেখে, এই দ্যাখ পাগল আমিকে !
কাগজ নৌকো নিয়ে নেমে পড়লাম তোকে খুঁজতে !
থালা ভর্তি চাঁদের আলোয় ছেনি হাতুড়ি হাতে আমি !
আর কত দিন থাকবি আড়ালে ?
আয় তোকে ছায়া দি !

More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *