জন্মদিনে স্মরণঃ চু নী গো স্বা মী
বাবলু ভট্টাচার্য : মানুষ একজন কিন্তু পরিচয় অনেক! তিনি একাধারে ফুটবলার, ক্রিকেটার ও চলচ্চিত্র অভিনেতা। ২০০৫ সালে ছিলেন কলকাতা মহানগরীর শেরিফের দায়িত্বে। আজীবন মোহনবাগানের হয়ে খেলা এই স্ট্রাইকারের নেতৃত্বেই ১৯৬২ সালে জাকার্তা এশিয়াডে ফুটবলে সোনা জিতেছিল ভারত। ফুটবল ছেড়ে ক্রিকেট মাঠে নেমে বাংলাকে রনজি ট্রফির ফাইনালেও তুলেছেন দুইবার। অনন্য ক্রীড়াকীর্তির জন্য ‘অর্জুন’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কারও পেয়েছেন এই বাঙালি। তিনি সুবিমল গোস্বামী ওরফে চুনী গোস্বামী।
চুনী গোস্বামী ১৯৪৬ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলে খেলেন। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ খ্রিষ্টাব্দ অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভাল ফল করেছিল।
ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পরে তিনি ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন এবং রঞ্জি ট্রফিতে তিনি বাংলার অধিনায়কত্ব করেন। তিনি দুবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন এবং ডানহাতে মিডিয়াম পেস বল করতেন। তিনি ৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ১৫৯২ রান করেছিলেন। তিনি বল করে ৪৭টি উইকেটও নিয়েছিলেন।
১৯৬৩ সালে চুনী গোস্বামী অর্জুন পুরস্কার এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। ২০০৫ সালে তিনি মোহনবাগান রত্ন পান।
৩০ এপ্রিল, ২০২০ সালে ৮২ বছর বয়েসে হৃদরোগাক্রান্ত হয়ে কলকাতায় মারা যান চুনী গোস্বামী।
সুবিমল গোস্বামী ওরফে চুনী গোস্বামী ১৯৩৮ সালের আজকের দিনে (১৫ জানুয়ারি) বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন।
Be First to Comment