Last updated on January 25, 2022
প্রয়াত প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর
বাবলু ভট্টাচার্য : চলে গেলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। প্রখ্যাত শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। আজ, সোমবার সকালে কলকাতা নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
১৯৫১ সালে লখনউতে জন্মেছিলেন শিল্পী। ১৯৭১ সালে কলকাতার আর্ট কলেজ থেকে তিনি ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পান৷ যন্ত্রণা, শোষণ, কষ্ট ও একাকীত্বের অন্ধকার দিকগুলিকে রং-তুলির ভাষায় ফুটিয়ে তুলতেন তিনি৷ তাঁর হাতের ছোঁয়ায় মূর্ত হয়ে উঠেছে আবেগের নানা অনুভূতি৷ তাঁর শৈশবের যন্ত্রণাই যেন ফুটে উঠেছে তার শিল্প সৃষ্টিতে৷
মাত্র ৬ মাস বয়সে খাট থেকে পড়ে গিয়ে আঘাত পান শিল্পী৷ চোট এতটাই গুরুতর ছিল যে, ১১ বছর বয়স পর্যন্ত প্লাস্টার বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে থেকেই কেটে যায় তার শৈশব৷ তখন থেকেই একাকী শিশুমনের নানা ভাবনা আঁকার খাতায় সাজিয়ে রাখার চেষ্টা করতেন শিল্পী৷ সেই ছোট থেকে আঁকায় হাতে খড়ি৷ ১৫ বছর বয়সে ক্রাচে ভর দিয়েই আর্ট কলেজে যাওয়া শুরু করেন ওয়াসিম কাপুর৷

পরে অতুল বসু, দেবীপ্রসাদ চৌধুরী, মকবুল ফিদা হুসেন-সহ আরও নানা প্রখ্যাত চিত্রকরের থেকে শেখার সুযোগ পেয়েছেন এই শিল্পী৷ তাঁর শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে মহানগরীতে৷ শহর ছাড়িয়ে দেশ-বিদেশে সাড়া ফেলে দেয় তার ছবির প্রদর্শনী ৷
ভারতের সংসদ ভবনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানে এখনও জ্বলজ্বল করছে তার আঁকা ছবি৷ রাজ্যের বিধানসভায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে তৈলচিত্রটি রয়েছে, সেটিও এঁকেছেন ওয়াসিম কাপুর৷
এই মহান চিত্রশিল্পী কলকাতার কলাকার এওয়ার্ড কমিটি ও ভারত নির্মাণ এওয়ার্ড কমিটির অন্যতম মুখ ছিলেন। দুই সংস্থার সদস্যরা এই মানুষটির অকাল প্রয়াণে বাকরুদ্ধ।
Be First to Comment