Press "Enter" to skip to content

চিরতরে চলে গেলেন বাঘা যতীন সিনেমার পরিচালক অরুন রায়….।

Spread the love

সৌরভ দত্ত : কলকাতা, ২ জানুয়ারি, ২০২৫। প্রয়াত পরিচালক অরুণাভ রায়চৌধুরী ওরফে অরুণ রায়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অরুণ রায়ের। এই কথা সরাসরি জানিয়েছিলেন চিকিৎসক, অভিনেতা কিঞ্জল নন্দ।
বৃহস্পতিবার সকালে আর জি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছেন তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেইসময়ে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে।
গত কয়েক দিনে ‘বাঘা যতীন’ পরিচালকের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি পরিচালককে দেখতে আর জি কর হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘা যতীন’ দেব। ক্রমশই পরিচালকের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে থামল লড়াই।
২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুন রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গিয়েছেন দেব। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।
আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টলিউডের এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন স্বয়ং দেব। হাসপাতালে অরুন রায়ের পাশে সবসময় ছিলেন কিঞ্জল নন্দ। অরুণ রায়ের পরিচালনায় ‘হীরালাল’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। প্রথম ছবিতেই দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা। এরপর অরুন রায়ের পরিচালনাতেই ‘৮/১২’ ছবিতেও অভিনয় করেন কিঞ্জল।
পরিচালকের অবস্থার অবনতির কথাও সমাজ মাধ্যমে জানিয়েছিলেন কিঞ্জল।
শুধুই ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। ‘হীরালাল’, ‘বাঘা যতীন’ ছাড়াও ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’ ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়ে ছিলেন অরুণ রায়।
বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। তাঁর প্রয়াণে  শোকাহত টলিউড।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.