Press "Enter" to skip to content

চিরতরে চলে গেলেন বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত….।

Spread the love

বাবলু ভট্টাচার্য : প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন। শুক্রবার গভীর রাতে তিনি প্রয়াত হন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত ৫ মার্চ রাজধানী ঢাকা র বনানীর বাড়িতে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মুহিত। শিক্ষা, সরকারি চাকরি, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য মিলিয়ে বর্ণাঢ্য জীবন তার। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ভাষাসংগ্রামেও অংশ নিয়েছেন।

তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে এরশাদ সরকারের সময় ১৯৮২ থেকে ‘৮৩ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন। ২০১৮ সালে অবসর নেন রাজনীতি থেকে।

বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার ভাই।

More from InternationalMore posts in International »
More from PoliticalMore posts in Political »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *