বাবলু ভট্টাচার্য : বিপ্লবী ধারার ফরাসি নব তরঙ্গ চলচ্চিত্রের অগ্রদূত, চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদার মারা গেছেন।
৯১ বছর বয়সে মঙ্গলবার তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
২০০২ সালে ‘সাইট অ্যান্ড সাউন্ড’ ম্যাগাজিন আয়োজিত সমালোচকদের ভোটে তিনি সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। বলা হয়ে থাকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের যে কোনো চলচ্চিত্র নির্মাতার চেয়ে তাঁর কাজ ব্যতিক্রমী ও রাজনৈতিক। গদার চলচ্চিত্র সমালোচক ও তাত্ত্বিক হিসেবেও বেশ প্রতিষ্ঠিত।
ফ্রান্সের এক ফ্রাঙ্কো-সুইস পরিবারে ১৯৩০ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর গদারের জন্ম। তাঁর জন্মের চার বছরের মাথায় পুরো পরিবার সুইজারল্যান্ডে চলে যায়। সেখানেই শুরু হয় গদারের প্রাথমিক শিক্ষাজীবন। এরপর ১৯৪৬ খ্রিস্টাব্দে তিনি প্যারিসে ফিরে ঐতিহ্যবাহী লিসি বুফোন স্কুলে ভর্তি হন।
প্যারির বেশ কয়েকটি সিনেমার ক্লাবে তাঁর অবাধ যাতায়াত শুরু হয়। এসব জায়গায় ঘুরতে ঘুরতে তাঁর পরিচয় হয় জ্যাকুয়েস রিভেটি, ক্লদ শ্যাব্রল, ফ্রাঁসোয়া ত্রুফো প্রমুখ চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে। আর সে সুবাদে চলচ্চিত্র সমালোচক হিসেবে নাম লেখান গদার। প্রকাশ করেন চলচ্চিত্র পত্রিকা গ্যাজেট দ্যু সিনেমা।
এরপর ১৯৫২ সালে সুইজারল্যান্ডে ফিরে যান গদার। সেখানে তিনি একটি বাঁধে নির্মাণ শ্রমিকের কাজ নেন। এই কাজ করার সময়ই বাঁধটি নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের চিন্তা তাঁর মাথায় আসে। সে অনুযায়ী ৩৫ মি.মিতে তিনি নির্মাণ করেন ‘অপারেশন কনক্রিট’। এরপর একে একে ‘অল দ্য বয়েস আর কলড প্যাট্রিক’ (১৯৫৭), ‘চার্লট অ্যাট সান জুলস’ (১৯৫৮) ইত্যাদি।
গদারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেথলেস’ (১৯৬০)। এই ছবিটিই তাঁকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয় এবং ব্রেথলেসকে ধরা হয় নবতরঙ্গের একটি উৎকৃষ্ট উদাহরণ।
গদারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— ‘দ্য লিটল সোলজার’ (১৯৬০), ‘অ্যা উইম্যান ইজ অ্যা উইম্যান’ (১৯৬১), ‘মাই লাইফ টু লিভ’ (১৯৬৩), ‘কনটেম্পট’ (১৯৬৩), ‘অ্যা মেরিড উইম্যান’ (১৯৬৪), ‘পিয়েরে ল্য ফু'(১৯৬৫), ‘মেইড ইন ইউ. এস. এ’ (১৯৬৬), ‘উইক অ্যান্ড'(১৯৬৭), ‘নিউ ওয়েভ’ (১৯৯০), ‘জেএলজি/জেএলজি’ (১৯৯৪), ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ (২০১৪) প্রভৃতি।
গদার ২০১০ খ্রিস্টাব্দে ফরাসি চলচ্চিত্রে অবদান রাখার জন্য বিশেষ অস্কার পান। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্টিন স্কোরসিসি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডি পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যান, জিম জারমুশ, ভিম ভেন্ডার্স, বেরনার্দো বেরতোলুচ্চি ও পিয়ের পাওলো পাসোলিনি।
Be First to Comment