নিজস্ব প্রতিনিধি : কলকাতা,২৮ অগস্ট, ২০২৪। “চারদিকের দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছে এখন আমি রাজস্থানের মাটিতেই দাঁড়িয়ে আছি,” বলে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার।
বুধবার তাজ সিটি সেন্টারের ভেতর অবস্থিত ‘শামিয়ানা’-য় ‘পেইন্টস অ্যাণ্ড স্ট্রোকস’ নামাঙ্কিত দিবাকর চক্রবর্তী-র একক তৈলচিত্রের প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই কথা জানিয়েছেন অনুপম হালদার।
চিত্রকর দিবাকর চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গতকাল থেকে শুরু হয়েছে এই চিত্র প্রদর্শনী, চলবে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনী কক্ষে রয়েছে মোট ১৮ টা তৈলচিত্র। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উৎসাহী ব্যক্তিগণ প্রদর্শনী কক্ষ ঘুরে দেখতে পারেন।”
চিত্র প্রদর্শনীর অন্যতম আকর্ষণ রূপে থাকছে চিত্রকরের চটজলদি চিত্র নির্মাণ বা লাইভ স্কেচ।
Be First to Comment