নিজস্ব প্রতিনিধি : চাকলা, ৩০ নভেম্বর, ২০২৫। চাকলা ধাম বাবা লোকনাথ ভক্তমণ্ডলী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল ভক্তদের জন্য শ্রীশ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধাম ঘোষণা করেছে আগামী ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানে সকাল ১১টা থেকে শুরু হবে মূল অধিবেশন, যেখানে চাকলা ধামের সকল সদস্য, আজীবন সদস্য, লোকনাথ নামাঙ্কিত মন্দির ও প্রতিষ্ঠানসমূহ, এবং সমগ্র ভারতবর্ষ ও বিশ্বজুড়ে থাকা লোকনাথ ভক্তবৃন্দের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন মঠ, মন্দির ও আশ্রমের ভক্তদের মিলন, ভক্তিকীর্তন, আধ্যাত্মিক আলোচনা এবং সমবেত প্রার্থনা অন্তর্ভুক্ত থাকবে। আয়োজকরা জানিয়েছেন—ভক্তদের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ এই উৎসবকে আরও সমৃদ্ধ করবে। ভক্তদের উদ্দেশ্যে বার্তা
“ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর অপরিসীম কৃপা সকলের জীবনে শান্তি, শক্তি ও কল্যাণ বয়ে আনুক। জয় বাবা লোকনাথ।”
–










Be First to Comment