অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
আধ খাওয়া রুক্ষ চাঁদ মর্চে ধরা আকাশে ।
সাযুজ্য চেনেনা, এতটাই অজানা, নাকি অসহায় !
কবে মুক্তি পাবে কালের কবল থেকে কে জানে !
ওর বদান্যতা আর কৃপনতা, দুটোই হাস্যকর !
অদ্ভূত বেদনাময় পরিধির মধ্যে মাথা খোঁড়ে !
ছাদে দাঁড়ানো নারী হাতে ধরা পড়ল সেদিন ,
খিল খিল করে সে তাকালো তার পুরুষের পানে ।
গেল গেল রব উঠলো বিশ্ব সংসারে !
দূরে কোথায় আখতারি বাইয়ের ঠুমরী ।
জোছনা করেছে আড়ি, আসেনা আমার বাড়ি ।
দুজনের ভালবাসার ঠ্যালায় ,
চাঁদ চুলোয় গেল !!!
Be First to Comment