Press "Enter" to skip to content

চলে গেলেন বাংলাদেশের কথাসাহিত্যিক দিলারা হাশেম…..।

Spread the love

চলে গেলেন কথাসাহিত্যিক দিলারা হাশেম

ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বেতার সম্প্রচারক এবং প্রথিতযশা সাহিত্যিক দিলারা হাশেম মারা গেছেন। গত শনিবার (১৯ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি ১৯৮২ সালে ভয়েস অফ আমেরিকায় যোগদান করেন। তার আগেও বেশ কয়েক বছর তিনি ভয়েস অফ আমেরিকায় খন্ডকালীন বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি বিবিসি লন্ডনেও মাঝে মাঝে বাংলা সংবাদ পাঠ করতেন।

দিলারা হাশেম বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি ১৯৩৬ সালের ২১ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার প্রথম উপন্যাস ‘ঘর মন জানালা’ ১৯৬৫ সালে প্রকাশিত হয় এবং ১৯৭৩ সালে চলচ্চিত্রে রূপায়িত হয়।

১৯৭৬ সাল থেকে তিনি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কাজ করে ২০১১ সালে অবসর নেন।

দিলারা হাশেমের রচিত অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- ‘একদা এবং অনন্ত’, ‘স্তব্ধতার কানে কানে’, ‘আমলকীর মৌ’, ‘বাদামী বিকেলের গল্প’, ‘কাকতালীয়’, ‘মুরাল’, ‘শঙ্খ করাত’, ‘অনুক্ত পদাবলী’, ‘সদর অন্দর’, ‘সেতু’, ‘মুক্তিযুদ্ধের উপন্যাস’।

তার গল্পগ্রন্থগুলো হচ্ছে- ‘হলদে পাখির কান্না’, ‘সিন্ধু পারের কান্না’, ‘নায়ক’। তার একমাত্র কাব্যগ্রন্থের নাম ‘ফেরারি’।

সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

More from BooksMore posts in Books »
More from InternationalMore posts in International »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.