শুভদ্যুতি দত্ত, কলকাতা, ৩ ফেব্রুয়ারি, ২০২২।পুরভোটের বিজ্ঞপ্তি জারি হল। আজ থেকে আদর্শ আচরণ বিধি ও চালু হয়ে গেল। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাশ শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না। সচিত্র পরিচয় পত্র না থাকলে ১৬টি নথির মধ্যে যে কোনও একটি দাখিল করতে হবে ভোটারদের। সিসিটিভি থাকছে। ইভিএম মাধ্যমে ভোট নেওয়া হবে। কোভিড বিধি মেনে ভোটগ্রহণ হবে। রাত আটটা থেকে সকাল নটা পর্যন্ত মিটিং ও মিছিল নয়।
ছোট সভায় অনুমতি দেওয়া হয়েছে। বড়ো মাঠে ভোট প্রচারে সায় দিয়েছে কমিশন। ইন্ডোর হলে ২০০ জমায়েত। ওপেন এয়ারে ২৫০ থেকে বেড়ে ৫০০ জনের উপস্থিতি। ভোটগ্রহণের ৭২ ঘন্টা প্রচার বন্ধ। তবে তা আজকে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এবং আইন শৃঙ্খলা নিয়ে ও হবে আলোচনা। তিনি আরও জানান, মনোনয়ন পত্র আজ থেকে জমা দেওয়া যাবে। ৯ তারিখ পর্যন্ত তা জমা নেওয়া হবে। পরদিন পরীক্ষা করা হবে সেগুলি। ১২ তারিখ প্রত্যাহারের শেষ দিন । আগামী ২৭ তারিখ ভোট গ্রহণ করবে কমিশন। তবে সরকারি ফল প্রকাশের দিন এখনও চূড়ান্ত হয়নি।
Be First to Comment