তুষার আদিত্য : ঢাকা, ২৬ জানুয়ারি ২০২২। চলচিত্রের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া জনপ্রিয় নায়িকা ও মডেল নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সেক্রেটারি পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার প্যানেলের সভাপতি প্রার্থী কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তথা চলচ্চিত্র শিল্পে বড় ধরনের উন্নয়নে ভূমিকা রাখার জন্যেই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান নিপুণ। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এই অঙ্গনের পরিচিত তারকাদের নিয়ে তিনি গড়ে তুলেছেন ইলিয়াস কাঞ্চন – নিপুণ প্যানেল।
নির্বাচন করার নেপথ্য কারণ জানাতে নিপুণ বলেন, এই চলচ্চিত্র জগৎ থেকে আমি অনেক কিছুই পেয়েছি। কিন্তু আজ চলচ্চিত্র যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে – আমরা একটা ক্রান্তিলগ্ন পার করছি। এই ক্রান্তিকালে আমি একা কিন্তু কিছুই করিনি, আমার পাশে আছেন রিয়াজ ভাই, ফেরদৌস ভাই, সাইমন, ইমন, এরা আমার সৈনিক। এরাই কিন্তু আমাকে আজকে এখানে এগিয়ে নিয়ে এসেছেন। আর কাঞ্চন ভাইকে অনেক ধন্যবাদ, তিনি এই সময় এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আগামী ২৮ জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা রয়েছে বলেই নিপুণ তার প্যানেলের অন্য সদস্যদের সাথে নিয়ে বিএফডিসিতে প্রতিনিয়ত সময় দিচ্ছেন। আগতদের সাথে কথা বলছেন। ভক্তদের ছবি তোলার আবদার মেটাচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করছেন। তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন নিপুণ। তিনি জানান, চলচ্চিত্রের শিল্পীদের মধ্যেকার বিভেদ দূর করার চেষ্টা করবেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, দিনশেষে আমরা একই পরিবারের সদস্য। তাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। চলচ্চিত্র পরিবারে পারিবারিক পরিবেশ সৃষ্টি করতে চাই। শিল্পী সমিতি হবে শিল্পীদের আস্থা ও ভালোবাসার জায়গা। নির্বাচনকে ঘিরে নিজেদের মধ্যে রেষারেষি এমদম কাম্য নয়।
নিপুণ চলচ্চিত্রের এই সঙ্কটে প্রধানমন্ত্রীকে পাশে চান। তিনি বিজয়ী হলে তাঁকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) তে নিয়ে আসার ইচ্ছে পোষণ করেছেন। নিপুণ এই প্রসঙ্গে বলেন, যদি আমার প্যানেল নির্বাচিত হয়, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনবো। উনি ছাড়া এফডিসিকে বাঁচানো আর কোনো ভাবে সম্ভবপর হবে না। প্রধানমন্ত্রীকে আমরা দেখাবো যে ওনার বাবার নিজের হাতে গড়া এফডিসি এখন কী অবস্থায় আছে। আমাদের ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর ভেঙে ফেলা হয়েছে। আমার মনে হয় উনি যদি একবার আসেন, তাহলে পুরো বিএফডিসির চেহারা পাল্টে যাবে।
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দুটো প্যানেল। কাঞ্চন – নিপুণ প্যানেলের প্রতিদ্বন্দ্বী মিশা – জায়েদ প্যানেল। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা – আমলা পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের অন্য সদস্যরা হলেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
চলচ্চিত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে চাই : নিপুণ
More from CinemaMore posts in Cinema »
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- Camellia Productions’ Oti Uttam Secures Spot in Limca Book of Records 2025 for Longest Use of Reused Archival Footage…..
- National award winning actress Rituparna Sengupta’s film Puratawn’ — A Bengali Gem with Sharmila Tagore,& Indraneil Sengupta, Wrapped in Warmth, Wisdom & Wonder Releasing on 18th April in Mumbai….
- বাঙালিয়ানার মধ্যে বাংলা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র ও ছবির উৎসব সুতানুটি শর্টস্….।
- ১০ম NEZ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মহা সমারোহে সম্মানিত পুরস্কারে ভূষিত হলেন শিল্পীরা….।
More from EntertainmentMore posts in Entertainment »
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
- “ঋতু-পয়েন্টার”— ঋতুপর্ণ ঘোষের সম্মানে একটি শ্রদ্ধাঞ্জলি সন্ধ্যা….।
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
More from InternationalMore posts in International »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করেছে… ‘শ্রীচরনেষু মা’!…..
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘সিঁদুরের শক্তি’…..।
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
Be First to Comment