নিজস্ব প্রতিনিধি : ঢাকা, ২৪ অক্টোবর ২০২২। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী সহ বাংলাদেশে। ‘সিত্রাং’ নামের এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরবেলা বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এটি যে বাংলাদেশ দিয়েই অতিক্রম করবে এটা নিশ্চিত, কারণ এরই মধ্যে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশর উপকূলে প্রায় চলে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার ঘূর্ণিঝড় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলছেন, এটি ‘সুপার সাইক্লোন’ হতে পারে।
এরইমধ্যে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে সিগন্যাল বাড়িয়ে ৭ নম্বর করা হয়েছে। আর চট্টগ্রাম ও কক্সবাজারে চলছে ছয় নম্বর সিগন্যাল।
Be First to Comment