Press "Enter" to skip to content

ঘুমের দেশে সারা জাগাতে অন লাইন ব্যবসায় নতুন নাম “স্লিপকার্ট”…..।

Last updated on September 8, 2021

Spread the love

সুজিৎ চট্টোপাধ্যায়/ গোপাল দেবনাথ: কলকাতা, ৪ সেপ্টেম্বর, ২০২১।  ১৯৮৪সাল। ইংল্যান্ডের ৭২ বছর বয়সী বৃদ্ধা জেন গ্লোবল টি ভি দেখতে দেখতে প্রাথমিক এক বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করে দোকানে মাখন, কর্নফ্লেক্স ও ডিম অর্ডার দেন। সেই যন্ত্রের আবিষ্কর্তা মাইকেল আল্ড্রিচ বা ১৯৯২সালে ২১ বছর বয়সী যুবক এম কোহন খেলার ছলে একটি কম্পিউটার নির্মাণ করে যখন নেট মার্কেট প্রচলন করেন, সেই দিনগুলিতে তাঁরা কেউই কি বুঝতে পেরেছিলেন, একুশ শতাব্দীর শুরুর প্রথম দু দশকের মধ্যে অনলাইন ব্যবসার ক্ষেত্রে সে দেশে ১৮৬ ট্রিলিয়ন ডলারের শিল্প কাঠামো তৈরি হয়ে যাবে? হয়তো ইঙ্গিত ছিল।

সারা পৃথিবীতে এই মুহূর্তে খুচরো ব্যবসার দুনিয়ায় পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে অনলাইন ব্যবসা।
কথায় বলে, কারও পৌষ মাস তো কারোর সর্বনাশ। খুচরো বিপণিভিত্তিক খুচরো ব্যবসার জগৎ যখন সংকুচিত হচ্ছে, তখন করোনা আবহ অনলাইন ব্যবসার গতি বাড়িয়েছে প্রায় জেটগতিতে। আমাদের দেশ ভারতবর্ষ ও  এর ব্যতিক্রম নয়। দিন দিন এদেশে ইন্টারনেট ব্যবহারের খরচা যত কমছে, মানুষ স্মার্টফোনে তত আসক্ত হয়ে পড়ছেন। করোনা আবহে শারীরিক দূরত্ব মেনে চলতে বাজারে ঘুরে ঘুরে বাজার করার আগ্রহ ক্রমশঃ কমছে। তাছাড়া অনলাইন ব্যবসায় যেহেতু পণ্যের দামে অতিরিক্ত বিপণন খরচ কমেছে নিত্য তাই অফারের ছড়াছড়ি। ফলে নতুন প্রজন্মের ক্রেতাদের পাশাপাশি বয়স্ক ক্রেতারাও অনলাইন কেনাকাটায় রীতিমতো অভ্যস্ত হয়ে পড়ছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুক্ত বাজার অর্থনীতিতে ভারত নামের এক বিপুল সংখ্যক মানুষের দেশ দেরিতে প্রবেশ করলেও আজকের প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ অনলাইন বাজার হয়ে উঠেছে। তাই এই বাংলার বহুদিনের বাসিন্দা ব্যবসায়ী ‘অমিতকুমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ’ (এ কে এম গ্রুপ) এর কর্ণধার অমিত মোদীর পুত্র দেবাংশ কুমার মোদী ঘোষণা করলেন তাঁদের নতুন অনলাইন সংস্থা “স্লিপকার্ট” । গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মধ্য কলকাতার এক বিলাসবহুল হোটেলে এই উপলক্ষে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। পর্দায় ফুটে ওঠে খরাজ মুখার্জি ও সুদীপা মুখার্জি অভিনীত প্রচারচিত্র। উপস্থিত তারকাদের তালিকাও ছিল বিশাল।কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এ কে এম গ্রুপের পক্ষে অমিত কুমার মোদী ও দেবাংশ কুমার মোদী। উপস্থিত ছিলেন তারকা সায়ন্তনী ঘোষ,ভাস্বর চট্টোপাধ্যায়, রিচা শর্মা, সায়ন্তনী সহ বিশিষ্টজন।

এ কে এম গ্রুপের অমিত কুমার মোদী বলেন, বাজারের চরিত্র এখন পাল্টেছে। মানুষের হাতে ঘুরে বাজার করার সময় কই? ঘরে বসে মন পসন্দ পণ্য মানুষ ক্রয় করছেন ইন্টারনেটে ক্লিক করে। করোনা আবহে সেই প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেকটাই।দোকান পরিচালনার খরচ বেঁচে যাওয়ায় অনেক কম দামে সেরা জিনিষ ক্রেতার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। বাজারে অনেকগুলি অনলাইন ব্যবসায়ী সংস্থা রয়েছে। কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। সম্পূর্ণ দেশীয় সংস্থা হিসেবে স্লিপকার্ট বিশেষত বাংলার একটি সংস্থা সততার সঙ্গে অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে তাতে সন্দেহ নেই।


স্লিপ কার্ট সংস্থার কর্ণধার তরুণ উদ্যোগী দেবাংশ কুমার মোদী বলেন, শয্যাসামগ্রীসহ নারী পুরুষের সব সাইজের টি শার্টস্, এল টি শার্টস, এস /এন স্যুটস, পি এন স্যুটস, গাউন, বক্সার, বারমুডা, পাজামা, জগার তো মিলবেই, এছাড়া বিভিন্ন ধরনের নেক পিলো, আই মাস্ক ও ম্যাট্রেস মিলবে অন লাইন অর্ডার করলেই। স্কুলের শিশু, গৃহিণী, পেশায় নিয়োজিত মহিলা ও পুরুষদের প্রয়োজন, পছন্দ ও ন্যায্য দামের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আধুনিক সময়ে স্বাস্থ্যকর জীবনযাত্রার ক্ষেত্রে স্লিপ কার্ট এর পণ্যসামগ্রী ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলবে বলে মনে করি।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.