অশোক ব্যানার্জী ::–
ঘন্টা পড়ল
—————–
ঢং
ঘন্টা পড়ল ইস্কুলেতে
দেড়টি বছর পরে
সবাই মিলে তৈরি হয়ে
এবার ছোট জোরে
সবার প্রাণে লাগুক আবার
সূর্যোদয়ের রং !
ঢং
ঘন্টা পড়ল নতুন করে
নতুন দিনের শুরু
শপথ করে ঝেড়ে ফেলো
মনের ধুলো পুরু
মনের ভেতর ভরিয়ে নাও
সবুজ সবুজ রং!
ঢং
ঘন্টা পড়লো, ক্লাস বসেছে
নতুন করে পড়া,
লেখাপড়া এগিয়ে চলুক
না হোক অধরা
কক্ষনো আর ঘরে বসে সেজ না তো সং !
ঢং
ঘন্টা পড়ল, বাজবে এবার
এখন থেকে রোজ
সবাই মিলে রাখো এখন
নতুন পাঠের খোঁজ
এবার থেকে সবাই আবার
হৃদয়ে মাখাও রং !
কৃতজ্ঞতা স্বীকার :- ফোটো গুগুল।
Be First to Comment