Press "Enter" to skip to content

গুসকারায় সাহিত্য মজলিস…।

Spread the love

পারিজাত মোল্লা, মঙ্গলকোট, ৪ ফেব্রুয়ারি, ২০২২। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের রেলশহর গুসকারায় চললো সাহিত্য মজলিস। ‘লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা  হেথা তুকে মানাইচ্ছে নারে’ গানের কবি অরুণ চক্রবর্তী কে গুসকরার সংবাদ পাক্ষিক  ‘কামদুঘা’ পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে  “মানীশ্রী সাধক কবি কমলাকান্ত ” সম্মান  দেওয়া হয়। পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে অন্যান্য কবিদেরে  মাঝে এই সম্মান তুলে দেন। শুক্রবার সকাল থেকে নিম্নচাপের বৃষ্টির  মাঝেই গুসকরা রটন্তী মেলা গুসকরা উৎসবে কামদুঘা পত্রিকা আয়োজিত পরিচালিত সাহিত্য সভা অনুষ্ঠিত হয়ে গেল। আজ সকাল থেকে বিকেল গড়িয়ে গেল অনুষ্ঠানটি শেষ হতে।কলকাতা,  বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, দুই বর্ধমান, হাওড়া, হুগলি  থেকে কবি সাহিত্যিকগন যোগ দেন এই সাহিত্য মজলিসে। পার্শ্ববর্তী এলাকা থেকে  ৬৭ জন কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। শিব শঙ্কর বক্সী, কল্পনা রায়, তারা সরকার, রীতা সাউ, সুফি রফিকুল ইসলাম, শেখ হাসানুর জামান, এহসান সনম , ডাক্তার সদরুল  আলম,  শেখ হাফিজুর রহমান , মৈত্রেয়ী ব্যানার্জি, সুজাতা বক্সী, দুলার শূর, শিজনি বসু, শিখা বসু, হেমন্ত ভট্টাচার্য, সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। প্রত্যেকে স্মারক মানপত্র ও গোল্ডেন মেডেল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে সকলে আসতে না পারার জন্য আগামী দু-তিন মাসের মধ্যেই পুনরায় কামদুঘা পত্রিকা আবার অনুষ্ঠান করবে বলে জানান ও সকলকে আগামী অনুষ্ঠানে আসার আহ্বান জানান কামদুঘা পত্রিকার সম্পাদক মিস্টার বন্দ্যোপাধ্যায় । তিনি এই বৃষ্টির মধ্যেই এসেছিলেন তাদের পত্রিকার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

More from CultureMore posts in Culture »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.