*ত্রিপুরা সংস্কৃতির সমন্বয় কেন্দ্রের সদস্য প্রয়াত কান্তি পালের স্মরণ সভা।*
বিশেষ প্রতিনিধি : বিলোনীয়া, ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২২। গানে কথায় শ্রদ্ধায় স্মরণ করা হলো সংগীত গুরু, সংগীত শিল্পী এবং ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সদস্য এবং টি জি টি এ (এইচ বি আর) বিলোনীয়ার প্রাক্তন সদস্য অবসর প্রাপ্ত শিক্ষক কান্তি পালের স্মরণ সভা রবিবার টি ই সি সি (এইচ বি আর) বিলোনীয়ার হল ঘরে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রয়াত শিল্পীর প্রতিকৃতি তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিলোনীয়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর সেন, টি জি টি এ (এইচ বি আর) বিলোনীয়া বিভাগীয় সভাপতি বিপ্লব ভূইয়া, বিভাগীয় সম্পাদক জীবন শীল, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনীয়া বিভাগীয় সভাপতি রতন কুমার ভৌমিক, সম্পাদক লিটন চক্রবর্ত্তী, জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অশোক মিত্র, প্রয়াত কান্তি পালের স্ত্রী জয়া পাল, পুত্র গৌরব পাল, সাহিত্যিক হরিনারায়ন সেনগুপ্ত, শিল্পী অর্পিতা শীলশর্মা, দেবীপ্রসাদ রুদ্র পাল, নাট্যকার অপূর্ব কুমার দেব, জীবন দেবনাথ, রাকেশ দেবনাথ সহ উপস্থিত শিক্ষক শিক্ষিকা, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনীয়া বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য রাকেশ দেবনাথ। এক মিনিট নিরবতা পালন শেষে স্মরণ সভায় সংগীত পরিবেশন করেন প্রয়াত কান্তি পালের ছাত্রী অর্পিতা শীল শর্মা। গত ২৮ অক্টোবর ৬৫ বৎসর বয়সে প্রয়াত হন কান্তি পাল। কান্তি পালের স্মৃতিচারনে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, বিলোনীয়া পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর সেন, টি জি টি এ (এইচ বি আর) বিলোনীয়া বিভাগীয় সম্পাদক জীবন শীল, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনীয়া বিভাগীয় সম্পাদক লিটন চক্রবর্ত্তী, জাতীয় পুরুস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক অশোক মিত্র, প্রয়াত কান্তি পালের স্ত্রী জয়া পাল, নাট্য ব্যাক্তিক্ত অপুর্ব কুমার দেব।
স্মরণ সভায় সভাপতি মন্ডলীতে ছিলেন টি জি টি এ (এইচ বি আর) বিলোনীয়া বিভাগীয় সভাপতি বিপ্লব ভূইয়া, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র বিলোনীয়া বিভাগীয় সভাপতি রতন কুমার ভৌমিক। স্মরণ সভায় আলোচনায় বক্তারা প্রয়াত শিল্পীর সৃষ্টি চেতনাকে এগিয়ে নিয়ে যেতে এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করে তুলে প্রকৃত অর্থে কান্তি পালকে শ্রদ্ধা জানানোর জন্য সকলের কাছে আহ্বান করেন ।
Be First to Comment