Last updated on February 1, 2024
নিজস্ব প্রতিনিধি : কলকাতা,৩১ জানুয়ারি২০২৪। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এ বহু প্রতিক্ষিত ‘ফাউ দ্য ফুচকা’-র মিউজিক ভিডিও প্রকাশিত হল।
‘এফ এম ডি বাংলা’ ইউটিউব চ্যানেলে এই গান দেখা যাবে। এই ফুচকা নামের সাথে আম বাঙালি বিশেষভাবে পরিচিত।
এদিনের মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফ এম ডি বাংলা-র কর্ণধার রমেশ ভাণ্ডারি, সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও সমিধ মুখার্জি, অভিনেতা শুভঙ্কর সাহা ও সঞ্জয় বিশ্বাস, অভিনেত্রী মধুরিমা চক্রবর্তী, সৌমিলী চক্রবর্তী, নির্দেশক দীপঙ্কর নাগ, সঙ্গীত পরিচালক দীপজ্যোতি দে এবং গীতিকার সৌম্যদেব বসু।
Be First to Comment